মালদা, 7 মে : মোবাইল গেম খেলা নিয়ে বাবা মায়ের সঙ্গে ঝগড়া ৷ অভিভাবকের বকুনিতে অভিমানী হয়ে আত্মঘাতী হল দুই বন্ধু ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , মোবাইল গেমে আসক্তির কারণেই আত্মঘাতী হয়েছে ওই দুই যুবক ৷
মৃত ওই দুই যুবকের নাম মনোজ মণ্ডল (18) ও চৈতন্য মণ্ডল (18) ৷ উভয়ই কৃষিজীবী পরিবারের ছেলে ৷ এঁদের মধ্যে মনোজ ছিল পড়াশোনায় বেশ ভাল ৷
গত বছরের মাধ্যমিক পরীক্ষায় সে কালিয়াচক 2 নম্বর ব্লকে সর্বোচ্চ নম্বর পেয়েছিল ৷ যদিও মনোজের দাদা সুজন মণ্ডলের দাবি, তাঁর ভাইকে খুন করা হয়েছে ৷ কিন্তু কে বা কারা তাঁর ভাইকে খুন করতে পারে, তা নিয়ে কিছু বলতে পারেননি তিনি ৷ তিনি বলেন, “গতকাল সন্ধেয় বাড়ি ঢুকে নিজের মোবাইল ফোন রেখে বেরিয়ে যায় ৷ আমি অনেকবার ভাইকে ডাকলেও সে দাঁড়ায়নি ৷ রাতে আর ঘরে ফেরেনি ৷ মোবাইল কিংবা অন্য কিছু নিয়ে বাড়িতে কোনও ঝামেলাও হয়নি ৷ গ্রামের কারও সঙ্গে কোনও শত্রুতাও ছিল না ৷ কিন্তু যেভাবে ওর দেহ গাছে ঝুলছিল, তাতে মনে হয়েছে ওকে খুন করা হয়েছে ৷”