মালদা, 14 এপ্রিল: উত্তর থেকে দক্ষিণ, মাঝ এপ্রিলেই পুড়ছে রাজ্যের অধিকাংশ জেলা ৷ সকাল 10টা বাজতে না বাজতে পারদ চড়তে শুরু করছে ৷ সাত সকালেই 35-36 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা ৷ দুপুরে তা 40-এর ঘর ছুঁয়ে যাচ্ছে ৷ এর মাঝেই বেশ কয়েকদিন ধরেই পানীয় জলের ভয়াবহ সংকট দেখা দিয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ রোগী এবং তাঁদের পরিজনদের অভিযোগ, হাসপাতালের জলাধারগুলি থেকে ঠিকমতো পানীয় জল পাওয়া যাচ্ছে না ৷ জলাধারের অধিকাংশ কলই বিকল হয়ে পড়ে রয়েছে ৷ যদিও বিষয়টি নিয়ে একে অপরের ঘাড়ে দায় ঠেলেই হাত গুটিয়েছে হাসপাতাল থেকে পুরসভা কর্তৃপক্ষ সকলেই ৷ যার জেরে দুর্ভোগ বেড়েছে রোগীর পরিজনদের ৷
গ্লাসের পর গ্লাস জল পান করেও এই গরমে যেন তেষ্টা মেটানো কার্যত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে ৷ ঠিক সেই সময় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পানীয় জলের অভাবে নাজেহাল রোগীর পরিজনেরা ৷ তাদের অভিযোগ, জলাধারের দু'একটি নল ঠিক থাকলেও অধিকাংশ নলই বিকল হয়ে পড়ে রয়েছে ৷ যে দুটি ঠিক আছে, সেখানেও জল নেওয়ার প্রবল ভিড় ৷ ফলে বাধ্য হয়ে প্রায় সকলেই জল কিনতে বাধ্য হচ্ছেন ৷ সবচেয়ে দুর্ভোগ বেড়েছে রোগী এবং তাঁদের আত্মীয়-পরিজনদের ৷ এই সমস্যার দ্রুত সমাধানের দাবি তুলেছেন রোগীর আত্মীয়রা ৷ যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, পানীয় জলের কোনও সমস্যা এখানে নেই ৷
মালদা মেডিক্যাল কলেজে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন ৷ হাসপাতালে ভর্তি আছেন কমবেশি দু'হাজারের বেশি রোগী ৷ তাঁদের পরিজনরাও হাসপাতালে আসেন ৷ কিন্তু কয়েক হাজার মানুষের জন্য হাসপাতাল চত্বরে রয়েছে মাত্র দুটি ছোট জলাধার ৷ অভিযোগ, একাধিক ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতি হলেও এখনও প্রতিটি ওয়ার্ডে পানীয় জলের ব্যবস্থা করতে পারেনি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷ ফলে বাইরে থাকা জলাধার থেকেই পানীয় জল রোগীদের জন্য নিয়ে যান পরিবারের সদস্যরা ৷ এই মুহূর্তে জলাধার দু'টির অধিকাংশ নলই খারাপ হয়ে পড়ে রয়েছে ৷ যে কয়েকটি ঠিক আছে, সেখান থেকেও সুতোর মতো জল পড়ছে ৷