পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"জল নেই কেন ?" গ্রামবাসীদের প্রশ্নের মুখে বিব্রত ডালু

নির্বাচনী প্রচার করতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী, এলাকার ১৩ বছরের সাংসদ আবু হাসেম খান চৌধুরি ৷ গতকাল দুপুরে জালালপুর গ্রামে তিনি গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ৷

আবু হাসেম খান চৌধুরি

By

Published : Apr 20, 2019, 10:07 AM IST

মালদা, ২০ এপ্রিল : ইংরেজবাজারের অমৃতির পর কালিয়াচকের জালালপুর ৷ নির্বাচনী প্রচার করতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী, এলাকার ১৩ বছরের সাংসদ আবু হাসেম খান চৌধুরি ৷ গতকাল দুপুরে জালালপুর গ্রামে তিনি গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ৷ অবশ্য এই ঘটনায় এখনও ডালুমিঞার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলমের অভিযোগ, এই ঘটনা তৃণমূলের ষড়যন্ত্র ৷

কয়েকদিন আগে ইংরেজবাজারের অমৃতি গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ডালুমিঞা ৷ গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে একের পর এক প্রশ্ন করতে থাকে৷ কোনও রকমে সেখান থেকে তাঁকে বের করে আনেন তাঁর প্রচারসঙ্গীরা ৷ গতকাল একই ঘটনা ঘটে জালালপুরে ৷

অন্যান্য জায়গার মত এই গ্রামেও টোটোতে চেপে প্রচার করতে বেরিয়েছিলেন ডালুমিঞা ৷ গ্রামে ঢুকতেই তাঁকে ঘিরে ধরে গ্রামবাসীরা ৷ এলাকার রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা প্রভৃতি বিষয় নিয়ে সরব হয় তারা ৷ সাংসদ থাকাকালীন এতদিনেও তিনি এসব সমস্যা মেটাতে কেন কোনও উদ্যোগ নেননি, তার জন্য সাংসদের কৈফিয়ৎ দাবি করে সবাই ৷ গ্রামবাসীদের প্রশ্নের মুখে দৃশ্যতই বিব্রত দেখায় ডালুমিঞাকে ৷ তড়িঘড়ি তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যান কংগ্রেসের নেতা-কর্মীরা ৷

এই ঘটনায় এখনও পর্যন্ত ডালুমিঞার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম বলেন, "গোটা বিষয়টাই তৃণমূলের চক্রান্ত ৷ সাংসদকে হেয় করতে কয়েকজন তৃণমূলকর্মী জালালপুর গ্রামে আজ এই ঘটনা ঘটিয়েছে ৷ কিন্তু এসব করে কোনও লাভ হবে না ৷ ডালুমিঞা ওই এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন ৷ আর কালিয়াচকের মানুষ আগেও কংগ্রেসের সঙ্গে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ৷"

ABOUT THE AUTHOR

...view details