মালদা, 21 এপ্রিল : প্রথম ও দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন হয়ে গেছে । দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে 23 এপ্রিল তৃতীয় দফায় নির্বাচন । আজ নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরি ।
শেষ দিনের প্রচারে এলাকাবাসীর বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী
আজ নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরি (ডালু) । কালিয়াচকের বাখরপুরে প্রচারে গিয়ে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে ।
আজ নির্বাচনী প্রচারের শেষ দিনে কালিয়াচকের বাখরপুরে নিজের গাড়িতে করে প্রচারে গেছিলেন তিনি । তাঁকে আসতে দেখে এলাকার মহিলারা এগিয়ে যান । এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন তিনি । এলাকাবাসীরা অভিযোগ তোলেন , "এলাকায় পানীয় জলের সমস্যার কোনও সমাধান হয়নি । এলাকার সাংসদ হয়ে তিনি কী করেছেন?" এলাকাবাসীর প্রশ্ন এড়িয়েই নিজের গাড়িতে করে চলে যান কংগ্রেস প্রার্থী ।
কয়েকদিন আগে ইংরেজবাজারের অমৃতিতে প্রচারে গিয়েও বিক্ষোভের মুখোমুখি হন তিনি । কালিয়াচকের জালালপুরে প্রচারে বেরিয়েও গ্রামবাসীদের বিক্ষোভের মুখোমুখি হতে হয় ডালু সাহেবকে ৷ গ্রামের মহিলাদের প্রশ্ন এড়িয়ে যাওয়া বা তাঁদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি পর্যন্ত না দেওয়া নিয়ে এখনও পর্যন্ত প্রার্থী বা জেলা কংগ্রেস নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।