পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্ত আবু হাসেম খান চৌধুরি - Congress

কোরোনায় আক্রান্ত দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি ৷ বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

Aa
Aa

By

Published : Oct 5, 2020, 5:14 PM IST

মালদা, 5 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি ৷ বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ এদিকে পুজোর মুখে জেলায় ফের কোরোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ গত 24 ঘণ্টায় জেলায় সংক্রমিত হয়েছে 130 জন ৷ গত পাঁচদিনে এই সংখ্যা 500-রও বেশি ৷

সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে দিল্লি যান তিনি ৷ 24 সেপ্টেম্বর দিল্লিতে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয় ৷ সেই সময় রিপোর্ট নেগেটিভ আসে ৷ দিল্লি থেকে 27 তারিখ কলকাতায় ফেরেন ৷ পরদিন সামান্য মাথাব্যথা হয় ৷ তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৷ সেদিন রাতে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয় ৷ সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ 1 অক্টোবর রিপোর্ট পজিটিভ আসে ৷ কিন্তু এই কয়েকদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল ৷ যদিও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে ৷

সাংসদ পুত্র ইশা খান চৌধুরি জানিয়েছেন, “সামান্য কিছু উপসর্গ নিয়ে গত সপ্তাহে বাবাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ প্রথমে তাঁর বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল ৷ তবে গতকাল থেকে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন ৷ সাম্প্রতিক সময়ে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার জন্য আমি আবেদন জানাচ্ছি ৷ বাবা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য সবাই দোয়া করেন ৷”

ABOUT THE AUTHOR

...view details