পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AAP in Bengal : পঞ্চায়েত ভোটে মমতার দুর্গে হানার প্রস্তুতি কেজরিওয়ালের, মালদায় আপের সদস্য সংগ্রহ অভিযান - AAP will Contest Next Year Panchayat Election in Bengal

সদ্য পঞ্জাবের বিধানসভা ভোটে সাফল্য পেয়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party's Success in Punjab Assembly Election 2022) ৷ এবার অরবিন্দ কেজরিওয়ালের (AAP Convener Arvind Kejriwal) নজরে বাংলা ৷ আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিল তারা (AAP will Contest Next Year's Panchayat Election in Bengal) ৷ শনিবার থেকে মালদার রতুয়ায় শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযান ৷

aap-will-contest-next-year-panchayat-election-in-bengal
AAP in Bengal : পঞ্চায়েত ভোটে মমতার বাংলায় লড়াইয়ের প্রস্তুতি শুরু কেজরিওয়ালের আপের

By

Published : Mar 12, 2022, 5:39 PM IST

মালদা, 12 মার্চ : কোনও ঢাক ঢাক গুড়গুড় নয়, তেইশের পঞ্চায়েত নির্বাচনেই বাংলায় লড়াই করছে আম আদমি পার্টি (AAP will Contest Next Year's Panchayat Election in Bengal) । আজ সেকথা স্পষ্ট করে দিয়েছেন আপের মালদা জেলা সভাপতি । এই রাজ্যেও আপকে স্বাগত জানাচ্ছেন রতুয়ার বাসিন্দাদের একাংশ ।

সাত বছর আগে দল তৈরি করে প্রথমে দিল্লি, তারপর পঞ্জাবের পর অরবিন্দ কেজরিওয়ালের (AAP Convener Arvind Kejriwal) নজর গুজরাত আর হিমাচলপ্রদেশে । চলতি বছরের শেষে ওই দুই রাজ্যের নির্বাচনে আপ যে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, তা দলের তরফেই জানিয়ে দেওয়া হয়েছে । কিন্তু সেখানেই থেমে যেতে রাজি নন কেজরিওয়াল । তাঁর নিশানায় রয়েছে বঙ্গও । দু’দিন আগে মালদা শহরজুড়ে ঝাড়ুর পোস্টার সেই বার্তা দিয়েছিল । আজ, শনিবার রতুয়া 2 নম্বর ব্লকের পরাণপুর স্ট্যান্ডে রীতিমতো ক্যাম্প বসিয়ে সদস্য সংগ্রহ শুরু করেছেন আপের সদস্যরা ।

পঞ্চায়েত ভোটে মমতার বাংলায় লড়াইয়ের প্রস্তুতি শুরু কেজরিওয়ালের আপের

আম আদমি পার্টির মালদা জেলা সভাপতি অনিমেষ সাহা বলছেন, “রাজ্যজুড়েই আমাদের সদস্য সংগ্রহের কাজ চলছে । আজ পরাণপুরে সেই ক্যাম্প হচ্ছে । আমরা এখানেও সৎ আর কাজের রাজনীতি করতে চাই । আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা এই রাজ্যের সব জায়গায় প্রার্থী দেব । মানুষ দিল্লির উন্নয়ন দেখেছেন । সেই তুলনায় এই রাজ্য শিক্ষা, স্বাস্থ্য-সহ সব কিছুতেই পিছিয়ে রয়েছে । দিল্লিতে বেসরকারি স্কুল ছেড়ে পড়ুয়ারা সরকারি স্কুলে ভর্তি হচ্ছে । সেখানে ত্রিস্তর স্বাস্থ্যব্যবস্থায় প্রতিটি মহল্লায় ক্লিনিক রয়েছে । তাই মানুষকে বলছি, আমাদের সঙ্গে থাকুন । মালদা জেলায় ইতিমধ্যে আমাদের দু’হাজার সদস্য হয়েছে ।”

আপকে স্বাগত জানাচ্ছেন রতুয়ার মধু আলি । তিনি বলেন, “আপ খুব ভাল পার্টি । দিল্লিতে অনেক ভাল কাজ করছে । বিদ্যুৎ, জল, রেশন, চিকিৎসা, মেয়েদের গাড়িভাড়া, সবই সেখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে । লকডাউনে এই রাজ্যের শ্রমিকদেরও তারা ক্যাম্প করে খাইয়েছে । তাই আমরা চাই, আপ এখানেও আসুক । তাহলে এখানেও গরিবরা উপকৃত হবে । ছেলেমেয়েদের চাকরি হওয়ার সম্ভাবনা বাড়বে ।”

একই বক্তব্য স্থানীয় বিজয় কর্মকারেরও । তাঁর সাফ কথা, “এখানে দিদি (মমতা) দু’তিন মাসের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করেছেন শুধু ভোট পেতে । ছেলেমেয়েদের চাকরির কোনও ব্যবস্থা করেননি । যা ছিল, সব বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছেন । আমরা চাই, আপ আসুক । তাহলে রাজ্যটার ভাল হবে ।”

আরও পড়ুন :AAP Poster in Malda : পঞ্জাবের পর এবার কি নজরে পশ্চিমবঙ্গ ? আপের পোস্টারে ছেয়ে গেল মালদা শহর

ABOUT THE AUTHOR

...view details