মালদা, 18 জুন : সরকারি হাসপাতাল ৷ বিনামূল্যেই রোগীদের পরিষেবা দেওয়া হয় সেখানে ৷ কিন্তু সেই হাসপাতাল চত্বরকেই বিজ্ঞাপনের এলাকা হিসাবে বেছে নিয়েছে বেশ কিছু বেসরকারি ক্লিনিক ৷ বিজ্ঞাপনে আবার চিকিৎসকের ভিজিটের কথাও বড় বড় করে লেখা রয়েছে ৷ সেই পোস্টার নিজের হাতে ছিড়ে ফেললেন স্থানীয় এক যুবক ৷ যুবকের নাম বাবু সরকার ৷
জানা গিয়েছে, আজ ব্যক্তিগত কিছু কাজে হাসপাতালে আসেন বাবু ৷ এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই তাঁকে চেনেন সবাই ৷ হাসপাতাল চত্বরে এমন সব বিজ্ঞাপন দেখে নিজেই সেসব খুলে ফেলেছেন ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ এমন ঘটনা যে বেআইনি, তা স্বীকার করেছেন হাসপাতাল সুপারও ৷
চাঁচলের বাসিন্দা বাবু সরকার বলেন, "রাজ্য সরকার রাজ্যের প্রতিটি হাসপাতালে বিনামূল্যে মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছে ৷ সেই হাসপাতাল চত্বরে নার্সিংহোম কিংবা পলিক্লিনিকের বিজ্ঞাপন কেন থাকবে? এখানেই আমার প্রশ্ন ৷ আমি জেনেছি, এই ঘটনায় হাসপাতালের সুপারও অসন্তুষ্ট ৷ হাসপাতালের মেইন গেটের ভিতর দিকেই এসব পোস্টার লাগানো রয়েছে ৷"