পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, যুবতিকে খুনে অভিযুক্ত শওহর - সফিকুল শেখ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম নাইরা বিবি(20) ৷ আব্বার বাড়ি মিলকি গ্রাম পঞ্চায়েতেরই আটগামা গ্রামে ৷ মাত্র দেড় বছর আগে নাইরার নিকাহ হয় গোপীটোলার যুবক সফিকুল শেখের সঙ্গে ৷ গ্রামবাসীদের একাংশ জানান, নাইরার সঙ্গে নিকাহের আগে থেকেই সফিকুল এলাকার একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিল ৷ এনিয়ে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল ৷ আজ সকাল সাড়ে নটা নাগাদ এনিয়ে মিঞা-বিবির চরম ঝামেলা হয় ৷ অভিযোগ, সেই সময় সফিকুল নাইরার গলা টিপে শ্বাসরোধ করে খুন করে ৷

a young woman killed in protest of extramarital affair
বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদে খুন যুবতি

By

Published : Oct 14, 2020, 6:43 PM IST

মালদা, 14 অক্টোবর : অন্য মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে বিবিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শওহর সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের মিলকি গ্রাম পঞ্চায়েতের গোপীটোলা গ্রামে ৷ এই ঘটনায় মৃতার আব্বার বাড়ির তরফে শওহর সহ সাতজনের বিরুদ্ধে স্থানীয় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ তবে ঘটনার পর বাড়িতে তালা দিয়ে পালিয়েছে অভিযুক্তরা ৷

মৃতের নাম নাইরা বিবি(20) ৷ আব্বার বাড়ি মিলকি গ্রাম পঞ্চায়েতেরই আটগামা গ্রামে ৷ মাত্র দেড় বছর আগে নাইরার নিকাহ‌ হয় গোপীটোলার যুবক সফিকুল শেখের সঙ্গে ৷ সফিকুল ভিনরাজ্যে টাওয়ার নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ৷ গ্রামবাসীদের একাংশ জানান, নাইরার সঙ্গে নিকাহের আগে থেকেই সফিকুল এলাকার একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিল ৷ শওহরের ঘরে আসার কিছুদিনের মধ্যে বিষয়টি জানতে পারেন নাইরাও ৷ এনিয়ে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল ৷

আজ সকাল সাড়ে নটা নাগাদ এনিয়ে মিঞা-বিবির চরম ঝামেলা হয় ৷ অভিযোগ, সেই সময় সফিকুল নাইরার গলা টিপে শ্বাসরোধ করে খুন করে ৷ বিষয়টি ধামাচাপা দিতে সে নাইরার গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয় ৷ একই দাবি করেছেন নাইরার জামাইবাবু জহুর আলিও ৷ তিনি বলেন, "এনিয়ে দাম্পত্য কলহ শুরু হলে মাঝেমধ্যেই নাইরাকে মারধর করত সফিকুল ৷ আমরা কয়েকবার তাঁকে বুঝিয়েছি ৷ কিন্তু তাতে সফিকুলের চরিত্রের কোনও পরিবর্তন হয়নি ৷ আজ সকালেও এনিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হয়৷ সেই সময় সফিকুল, নাইরার গলা টিপে তাঁকে খুন করে ৷ পরে তাঁর মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়ে সবাই বাড়ি থেকে পালিয়ে যায় ৷ খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ঘরের তালা ভেঙে নাইরাকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসি ৷ কিন্তু চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ আমরা এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছি ৷ আমরা প্রত্যেকের কঠোর শাস্তি চাই৷”

ঘটনাস্থান পরিদর্শনের পর আজ পুলিশের কাছেও খুনের তত্ত্বই প্রবলভাবে উঠে এসেছে ৷ ইংরেজবাজার থানার পুলিশ জানান, আজ সকালে গোপীটোলা গ্রাম থেকে এক যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় মৃতের পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্তরা সবাই পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details