মালদা, 26 মে : প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার করিয়ালি বাজার এলাকায় ৷ এই ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলাঘটিত কারণে ওই যুবককে গুলি করা হয়েছে ৷
নিহত যুবকের নাম চাঁদ সিংহ ৷ বয়স 22 বছর ৷ করিয়ালি বাজার এলাকাতেই তাঁর বাড়ি ৷ গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির অদূরে রাস্তার উপর তাঁকে গুলি করা হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চাঁদের ৷ খবর পেয়ে ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ পরিবারের লোকজন ও এলাকাবাসীরা পুলিশকে জানান, কার্তিক রবিদাস নামে এক যুবক চাঁদকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তার সঙ্গে আরও একজন ছিল ৷ গুলি চালিয়েই তারা এলাকা থেকে সরে পড়ে ৷ সেই খবর পেয়েই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আশেপাশের সমস্ত থানা ও ফাঁড়িতে খবর দেয় ৷ শেষ পর্যন্ত সামসী এলাকা থেকে কার্তিক ও তার সঙ্গীকে আটক করে পুলিশ ৷ এদিকে উত্তেজিত মানুষজন আজ পাশের পাড়ার বাসিন্দা কার্তিকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ৷
পুলিশ ও চাঁদের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেমের আছিলায় কার্তিক পাড়ারই একটি মেয়েকে উত্যক্ত করত ৷ এর প্রতিবাদ করেছিলেন চাঁদ ৷ বাধা পেয়ে কার্তিক, চাঁদকে খুনের হুমকি দেয় ৷ এর আগেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে ৷ সেকথা জানিয়েছেন খোদ কার্তিকের বউদি চায়না রবিদাস ৷ তিনি বলেন, “বছর দেড়েক আগেও একজনকে দা দিয়ে কুপিয়ে খুন করেছিল কার্তিক ৷ তারপর বাইরে চলে গিয়েছিল ৷ কয়েকদিন আগে বাড়ি ফিরেছে ৷ তারপরেই এই কাণ্ড ঘটিয়েছে ৷ ওর ভয়ে আমরা এখানে থাকি না ৷ পাবলিক যা পারবে তা করুক ৷”