মালদা, 17 মার্চ : ভিক্ষা পেতে নিজের হাতটাই কেটে ফেলতে হয়েছে মালদার এক যুবককে ৷ মানব পাচারকারীদের জালে পড়ে হাত খোয়াতে হয়েছে তাঁকে ৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে মালদা নয়, এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় ৷ এমন ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে ৷
ওই যুবকের নাম সঞ্জিৎ পাল ৷ বয়স আনুমানিক 35 বছর ৷ বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় ৷ মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস পাঁচেক আগে কাজের সন্ধানে উত্তরপ্রদেশে গিয়েছিলেন সঞ্জিৎ ৷ সেখানে তিনি মানব পাচারকারীদের জালে পড়ে যান ৷ তারা তাঁকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগরে নিয়ে যায় ৷ সেখানেই মানব পাচারকারী চক্রের সদস্যরা তাঁকে ভিক্ষাবৃত্তিতে নামার পরামর্শ দেয় ৷ মানুষের সহানুভূতি আদায়ের জন্য তারা সঞ্জিতকে নিজের বাম হাত কেটে ফেলতে বলে ৷ খিদের জ্বালায় তাতে সায় দেন সঞ্জিতও ৷ এরপরেই তাঁর বাম হাতের কবজির জায়গা পুরোটা কেটে ফেলা হয় ৷ প্রথমে চক্রের সদস্যরা তাঁর চিকিৎসাও করে ৷ কিন্তু জখমের অংশ মারাত্মক আকার নিতে থাকায় তারা সঞ্জিতকে মোগলসরাইয়ের একটি রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ পরে জখম সঞ্জিতকে ওই অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷ তাঁরাই তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন ৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন সঞ্জিৎ ৷