পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় গাঁজাসহ 3 সঙ্গীর সঙ্গে গ্রেপ্তার যুবতি - a woman smuggler arrested in malda

সাত কিলো গাঁজাসহ তিন সঙ্গীর সঙ্গে কালিয়াচক থানার পুলিশের হাতে ধরা পড়ল এক মহিলা পাচারকারী । প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, ধৃতদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের ভালো যোগাযোগ রয়েছে ৷

a woman smuggler arrested in malda
মালদায় গাঁজাসহ তিন সঙ্গীর সঙ্গে গ্রেপ্তার এক মহিলা পাচারকারী

By

Published : Oct 31, 2020, 10:51 PM IST

মালদা, 31 অক্টোবর : মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে যুবতিরাও ৷ ফের তার প্রমাণ মিলল কালিয়াচকে৷ গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে কালিয়াচক থানার পুলিশ সাত কিলো গাঁজা সহ চার পাচারকারীকে গ্রেপ্তার করেছে৷ ধৃতদের মধ্যে একজন 20 বছরের যুবতি৷ পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ৷

গোপন সূত্রে খবর পেয়ে আজ কালিয়াচক এক নম্বর ব্লকের কড়ারি চাঁদপুর গ্রামে হানা দেয় পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় বছর 28-এর ইমরান বিশ্বাস , বছর 20-এর সাবানা খাতুন, বছর 22-এর আসিরুদ্দিন শেখ ও বছর 44-এর অনুপ দাস নামে চারজনকে ৷ এর মধ্যে ইমরানের বাড়ি সুজাপুর গ্রামের স্কুলপাড়ায় ৷ সাবানা গয়েশবাড়ি গ্রামের আলতাব হাজিপাড়ার বাসিন্দা ৷ আসিরুদ্দিন গোলাপগঞ্জ এলাকার ইন্দো-বাংলা সীমান্তের চরি অনন্তপুর গ্রামের বাসিন্দা এবং অনুপের বাড়ি কড়ারি চাঁদপুর গ্রামেই ৷ অনুপের বাড়ি থেকে আজ চারজনকে গ্রেপ্তার করা হয় ৷ তাঁদের হেপাজত থেকে দুটি ব্যাগে মোট সাত কিলো উন্নতমানের গাঁজা বাজেয়াপ্ত করা হয় ৷ এছাড়াও পাওয়া যায় 29টি জাল 500 টাকার নোট ৷ তাঁদের হেপাজত থেকে একটি নম্বর প্লেটবিহীন স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, ধৃতদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের ভালো যোগাযোগ রয়েছে ৷ এই গাঁজা তাঁরা বাংলাদেশে পাচার করত কি না তা নিয়ে অবশ্য এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি ৷

কালিয়াচক থানার IC জানিয়েছেন, "নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সকালে কড়ারি চাঁদপুর গ্রামে হানা দিয়ে সাত কিলো গাঁজা, 15 হাজার 500 টাকার জাল নোট সহ চার পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে আজই পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করা হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details