পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

GRP-র তৎপরতা সত্ত্বেও চলন্ত ট্রেনে মৃত্যু মহিলা যাত্রীর - হাওড়া-ডিব্রুগড়গামী আপ ইন্দ্রানী এক্সপ্রেস

হাওড়া-ডিব্রুগড়গামী আপ ইন্দ্রাণী এক্সপ্রেসের এক মহিলা যাত্রী চলন্ত ট্রেনেই মারা গেলেন ৷ তিনি একাই  নিউ জলপাইগুড়ি যাচ্ছিলেন ৷ হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়, মালদা টাউন স্টেশনে  চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন৷

krishna dutta choudhury
কৃষ্ণা দত্ত চৌধুরি

By

Published : Jan 23, 2020, 1:27 PM IST

মালদা, 23 জানুয়ারি: চলন্ত ট্রেন থেকে উদ্ধার হল এক মহিলা যাত্রীর মৃতদেহ ৷ ঘটনাটি ঘটেছে হাওড়া-ডিব্রুগড়গামী আপ ইন্দ্রাণী এক্সপ্রেসে ৷ গতকাল মাঝরাত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা টাউন স্টেশনে ৷


হাওড়া-ডিব্রুগড়গামী আপ ইন্দ্রানী এক্সপ্রেসের বি ২ নম্বর বাতানুকুল কামরায় নিউ জলপাইগুড়ি যাচ্ছিলেন কৃষ্ণা দত্ত চৌধুরি (৫৭)৷ তাঁর বাড়ি দক্ষিণ দমদমের লেকটাউন এলাকায় ৷ তিনি একাই নিউ জলপাইগুড়ি যাচ্ছিলেন ৷ ট্রেনটি ফরাক্কা ঢোকার কিছুক্ষণ আগে কৃষ্ণাদেবীর সহযাত্রীরা ট্রেনে কর্তব্যরত GRP কর্মীদের জানান, "ওঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ৷ বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে ৷" কর্মীরা তখনই বিষয়টি মালদা GRP-কে থানায় জানান ৷"

কৃষ্ণা দত্ত চৌধুরির মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে

রাত ১২টার পর ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছোয়, স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে চিকিৎসক নিয়ে রেলপুলিশ ওই কামরায় হাজির হয়৷ কিন্তু ততক্ষণে মৃত্যু হয় কৃষ্ণাদেবীর৷ মালদা জিআরপি থানার আইসি ভাস্কর প্রধান জানিয়েছেন, মৃতা কলকাতা থেকে শিলিগুড়িতে কোনও আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ৷ দুর্ভাগ্যবশত চলন্ত ট্রেনেই তাঁর মৃত্যু হয় ৷ গোটা বিষয়টি তাঁরা হাওড়া জিআরপিকে জানিয়েছেন ৷ হাওড়া জিআরপি’র তরফ থেকে ওই মহিলার বাড়িতে খবর দেওয়া হয়েছে ৷ তাঁর পরিবারের লোকজন ইতিমধ্যে মালদার উদ্দেশে রওনা দিয়েছে ৷ ওই মহিলার সঙ্গে থাকা জিনিসপত্র আপাতত পুলিশ হেপাজতেই রয়েছে ৷ মৃতদেহটি আজ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে৷

মালদা টাউন স্টেশন

দিঘায় হোটেল মালিকের অস্বাভাবিক মৃত্যু, ঋণের দায়ে আত্মহত্যা; সন্দেহ পুলিশের

ABOUT THE AUTHOR

...view details