পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ গ্রেফতার এক মাদক পাচারকারী - মালদা

মাদক ও কয়েক লাখ টাকা সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃত মোবারক শেখকে রবিবার রাতে চাতরা গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে ৷

A smuggler arrested with brown sugar and lakh of rupees in kaliachok malda
ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ গ্রেফতার এক মাদক পাচারকারী

By

Published : Apr 5, 2021, 6:49 PM IST

মালদা, 5 এপ্রিল : ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ এক মাদকপাচারকারীকে গ্রেফতার করল পুলিশ ৷ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে মালদার কালিয়াচক থানার চাতরা গ্রাম থেকে ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের নাম মোবারক শেখ ৷ উদ্ধার হওয়া মাদকের পরিমাণ 262 গ্রাম ৷

পুলিশ সূত্রে খবর, ধৃত মোবারক শেখ বহুদিন ধরেই বেআইনি মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত ৷ গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে মাদক পাচারের খবর পায় ৷ সেই মতো ফাঁদ পেতে চাতরাগ্রাম থেকে মোবারক শেখকে গ্রেফতার করে পুলিশ ৷ মোবারকের কাছ থেকে 262 গ্রাম ব্রাউন সুগার এবং 3 লাখ 30 হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার

মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ব্রাউন সুগার ও বিপুল পরিমাণ টাকা সহ ধৃত একজনকে ধরা হয়েছে ৷ সে কোথা থেকে ওই মাদক ও টাকা পেয়েছিল? কোথায় সেগুলি নিয়ে যাচ্ছিল? এই সব তথ্য জানতে মোবারক শেখকে জেরা করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details