মালদা, 20 নভেম্বর : বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল 4 বছরের এক শিশুর ৷ ঘটনার প্রতিবাদে মালদা-নালাগোলা রাজ্য় সড়ক অবরোধ করে বিক্ষেভ দেখালো স্থানীয়রা ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার রায়পুরে ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
বেসরকারি বাসের ধাক্কায় মৃত শিশু, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ - পুরাতন মালদা
পুলিশের তরফে জানানো হয়েছে, আজ দুপুরে মালদা-নালাগোলা রাজ্য় সড়কের ধারে খেলছিল ওই শিশুটি ৷ সেই সময় একটি বেসরকারি বাস দ্রুত গতিতে পাকুয়াহাটের দিকে ছুটে যাচ্ছিল ৷ স্থানীয়দের অভিযোগ রায়পুরে একটি ছোটো গাড়িকে বেপরোয়াভাবে ওভার টেক করতে যায় বাসটি ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, আজ দুপুরে মালদা-নালাগোলা রাজ্য় সড়কের ধারে খেলছিল ওই শিশুটি ৷ সেই সময় একটি বেসরকারি বাস দ্রুত গতিতে পাকুয়াহাটের দিকে ছুটে যাচ্ছিল ৷ স্থানীয়দের অভিযোগ রায়পুরে একটি ছোটো গাড়িকে বেপরোয়াভাবে ওভার টেক করতে যায় বাসটি ৷ সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খেলতে থাকা শিশুটিকে চাপা দিয়ে চলে যায় বাস ৷ ঘটনার প্রতিবাদে রাজ্য় সড়ক অবরোধে নামেন স্থানীয়রা ৷ স্থানীয় এক বাসিন্দা সেলিম শেখ বলেন, “একটি বেসরকারি বাস দ্রুতগতিতে পাকুয়াহাটের দিকে যাচ্ছিল৷ রায়পুর এলাকায় একটি ছোটো গাড়িতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক শিশুকে ধাক্কা মেরে পালিয়ে যায় বাসটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর৷ আমরা বাসকে আটক না করতে পারলেও ওই বাসের নম্বর আমরা দেখে রেখেছি ৷ এই এলাকায় প্রতিদিনই এই ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে ৷ বাস চালকরা বেপরোয়াভাবে দ্রুতগতিতে বাস চালায়৷ আমরা অবিলম্বে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়ার দাবিতে পথ অবরোধ করেছি ৷’’
পরে পুলিশ এসে ঘটনায় উপযুক্ত ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ পুলিশের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে রাজ্য় সড়কের অবরোধ তুলে নেয় স্থানীয়রা ৷