পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 1 বৃদ্ধ - ধর্ষণ

দুই শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ গত 30 এপ্রিল এবং 3 মে দুই বোনকে অভিযুক্ত ধর্ষণ করে বলে পুলিশে অভিযোগ করা হয়েছে ৷

a-old-person-arrested-for-rape-case-in-malda-englishbazar
দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 1 বৃদ্ধ

By

Published : May 4, 2021, 4:35 PM IST

মালদা, 4 মে : দুই শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ বছর ষাটের এক বৃদ্ধের বিরুদ্ধে ৷ মালদার ইংরেজবাজারের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ নির্যাতিত দুই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

এই ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল থানা এলাকার এক মহিলা পুলিশের কাছে তাঁর দুই মেয়েকে ধর্ষণ করা হয়েছে এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, তাঁর বছর পাঁচেকের শিশুকে গত 30 এপ্রিল ধর্ষণ করে প্রতিবেশী ওই বৃদ্ধ ৷ শুধু তাই নয়, 3 মে ওই মহিলার পরিবারের আরেক বছর চারেকের শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত ৷ গতকালের বিষয়টি দেখে ফেলেন মহিলার আরেক প্রতিবেশী ৷ তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় ৷

দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 1 বৃদ্ধ

আরও পড়ুন : কলেজছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ 2 রাজমিস্ত্রির বিরুদ্ধে

অভিযোগ পেয়ে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে ৷ নির্যাতিতা দুই নাবালিকার বয়ানের ভিডিয়োগ্রাফি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ ৷ আজ দুই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মাসিরুদ্দিন শেখ ৷ বাড়িতে স্ত্রী ও বিবাহিত ছেলে-মেয়ে রয়েছে তার ৷

ABOUT THE AUTHOR

...view details