মালদা, 30 ডিসেম্বর: জনবহুল রাজ্য সড়কে গুলি করে এক ব্যক্তিকে খুন (A Man Shot Dead on State Highway in Malda) ৷ গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শেরশাহী বাজার সংলগ্ন গোলাপগঞ্জ রাজ্য সড়ক সংলগ্ন এলাকায় (Shootout at Kaliachak) ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ এদিকে, ঘটনার জেরে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷ দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা ৷
মৃত ব্যক্তির নাম সোহেল শেখ (32)। বাড়ি শেরশাহীর কোম্পানিটোলা এলাকায় ৷ সোহেল ভিন রাজ্যে শ্রমিক পাঠানোর পাশাপাশি সুদের ব্যবসা করতেন ৷ তাঁর দুই ছেলে-মেয়ে রয়েছে ৷ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল কাজ শেষে শেরশাহী থেকে স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন সোহেল ৷ গোলাপগঞ্জ রাজ্য সড়ক সংলগ্ন এলাকায় কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সোহেলকে উদ্ধার করে স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
খবর পেয়ে দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠায় কালিয়াচক থানার পুলিশ ৷ স্থানীদের একাংশের অনুমান, ভিনরাজ্য শ্রমিক পাঠানো কিংবা সুদের টাকা লেনদেন সংক্রান্ত গোলমালের জেরে খুন হয়ে থাকতে পারেন সোহেল শেখ ৷ অন্যদিকে, সোহেলের পরিবারের লোকজন রাজনীতির সঙ্গেও যুক্ত বলে জানা গিয়েছে ৷ তবে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কিনা, তা এখনও বলতে পারছে না পুলিশ ৷