পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Girl Suicide : পণের টাকা না দেওয়ায় বিয়ে ভাঙার অভিযোগ, অবসাদে আত্মঘাতী পাত্রী

পণের অগ্রিম টাকা না দেওয়ায় বিয়ে ভেঙে দিয়েছিল পাত্রপক্ষ ৷ আর তার জেরে মানসিক অবসাদ থেকে এবার আত্মঘাতী হলেন পাত্রী ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভা এলাকায় ৷ অভিযোগ পাত্র বাপন ঘোষ পণের 3 লাখ টাকা অগ্রিম চেয়েছিল ৷ যে টাকা দিতে না পারায় বিয়ে ভেঙে দেয় সে ৷

By

Published : Aug 27, 2021, 7:18 PM IST

a-girl-suicide-due-to-mental-depression-in-malda
পণের টাকা না দেওয়ায় বিয়ে ভাঙার অভিযোগ, অবসাদে আত্মঘাতী পাত্রী !

মালদা, 27 অগস্ট : পণের টাকা না দিতে না পারায় বিয়ে ভেঙে দিয়েছিল পাত্রপক্ষ ৷ সেই থেকে মানসিক অবসাদে ভুগছিলেন পুরাতন মালদা পৌরসভার 14নং ওয়ার্ডের বাসিন্দা রিনিকা ঘোষ ৷ বৃহস্পতিবার রাতে সেই মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হলেন তিনি ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পরিবারের তরফে এখনও কোনও লিখিত অভিযোগ এ নিয়ে দায়ের করা হয়নি ৷ তবে, পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, এবছর নভেম্বর মাসে গাজোলের আদিনার বাসিন্দা বাপন ঘোষের সঙ্গে পুরাতন মালদা পৌরসভার 14নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় ঘোষের ছোট মেয়ে রিনিকার বিয়ে ঠিক হয়েছিল ৷ অভিযোগ বাপন ঘোষের বাড়ি থেকে পণ হিসেবে 3 লাখ টাকা চাওয়া হয়েছিল ৷ সেই সঙ্গে 3 ভরি সোনার গয়নার দাবিও করা হয়েছিল ৷ সঞ্জয় ঘোষ সেই দাবি মেনে নিয়েছিলেন ৷ এমনকি অগ্রিম 90 হাজার টাকা তারা আগেই নিয়েছিল ৷ কিন্তু, কয়েকমাস আগে ছেলের বাড়ি থেকে বাকি টাকাও অগ্রিম চাওয়া হয় ৷ কিন্তু, এত দ্রুত সেই টাকা জোগাড় করতে না পারায় বাপন ঘোষ এবং তার পরিবারের সদস্যরা বিয়ে ভেঙে দেয় ৷ অগ্রিম নেওয়া 90 হাজার টাকা ফিরিয়েও দিয়েছিল তারা ৷

বিয়ে ভেঙে যাওয়ার পর থেকেই চুপচাপ হয়ে যান রিনিকা ঘোষ ৷ তিনি লোকজনের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন ৷ মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ এই পরিস্থিতিতে গতকাল রাতে নিজের ঘরে গলা ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে ৷ রাতেই তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করায় পরিবারের লোকজন ৷ কিন্তু, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷

আরও পড়ুন : পণের দাবিতে গৃহবধূর উপর অত্যাচার, প্রতিবাদ করায় দাদাকেও মারধরের অভিযোগ

এই ঘটনায় বাপন ঘোষ বা তার পরিবারের বিরুদ্ধে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ রিনিকার পরিবার তাঁর দেহের ময়নাতদন্ত এবং সৎকার নিয়ে ব্যস্ত থাকায় তাঁরা কেউ পুলিশে অভিযোগ জানানি বলে সূত্রের খবর ৷ যদিও, সবকিছু মিটে গেলে বাপন ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হতে পারে বলে পরিবারের তরফে জানানো হয়েছে ৷ তবে, পুলিশের তরফে একটি অস্বাভাবিক মামলা দায়ের করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details