মালদা, 9 অক্টোবর: কোচবিহারে ইলিশ মাছ নামিয়ে কলকাতায় ফেরার পথে মালদা বাইপাস এলাকায় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাইয়ের চেষ্টা ৷ প্রতিবাদ করে গুরুতর আক্রান্ত গাড়ি চালক ৷ ঘটনাস্থল থেকে কোনওরকমে পালালsv গাড়ির খালাসি ৷ গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন আক্রান্ত চালক ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদায় ৷
আক্রান্ত গাড়ি চালকের নাম এজাজুল হক (30) ৷ সঙ্গে ছিলেন গাড়ির খালাসি সাবির সাহানি (35) ৷ তাঁরা বারাসতের আমডাঙা ও অশোকনগরের বাসিন্দা ৷ জানা গিয়েছে, ওডিশা থেকে ইলিশ মাছ নিয়ে কোচবিহারে পৌঁছতে গিয়েছিলেন ওই গাড়ির চালক ও খালাসি ৷ কোচবিহারে ইলিশ মাছ পৌঁছে বাড়ি ফেরার পথে মালদা শহরের বাইপাস এলাকায় গামছা দিয়ে মুখ ঢাকা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায় ৷ তাঁদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ বাধা দিতে গেলে ধারালো অস্ত্র নিয়ে চালক ও খালাসির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ সেই সময় কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন খালাসি ৷ তবে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন গাড়ির চালক ৷ চিৎকারে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ তড়িঘড়ি চালককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করা হয় ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ৷