মালদা, 17 নভেম্বর : শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল । পুরাতন মালদার মোরগ্রাম এলাকার ঘটনা ৷ খবর পেয়ে রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় পুলিশ ৷ এই ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে ৷ যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷
মৃত ব্যক্তির নাম সরজু চৌধুরি(47) ৷ বাড়ি মালদা শহরের নিউ গয়েশপুর এলাকায় ৷ বেশ কয়েক বছর আগে মোরগ্রাম এলাকার এক যুবতির সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ বিয়ের পর তাঁরা মোরগ্রামেই থাকতেন ৷ তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না বলে জানা গিয়েছে ৷ আজ সকালে শ্বশুরবাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে রাস্তার উপর তাঁর দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা ৷
খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে সুরজবাবুর বাড়ির লোকজন ৷ আসে মালদা থানার পুলিশও ৷ পরিবারের সদস্যরা পুলিশকে জানান, দোকান বন্ধের পর গতকাল রাতে আর বাড়িতে ফেরেননি সুরজবাবু ৷ রাতে দোকানে খোঁজখবর নেওয়া হলেও তাঁর কোনও সন্ধান মেলেনি ৷ কোনও বন্ধুবান্ধবও তাঁর সন্ধান দিতে পারেনি ৷ পরিবারের লোকজনের দাবি, পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করেছে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন ৷ এই ঘটনায় তাঁরা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন ৷