পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমে প্রত্য়াখ্য়ান, আত্মঘাতী যুবক

সোমবার রাতে হরিচাঁদ টিকাদার খাবার খেয়ে ঘুমোতে যান । আজ সকালে অনেক দেরি হলেও ঘর থেকে বেরোননি তিনি । পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পরেও ঘর থেকে কোনও শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা ।

a_22_year_old_youth_hang_himself_becasuse_of_breakup_in_relationship_in_malda_gajol
প্রেমে প্রত্য়াখ্য়ান, আত্মঘাতী যুবক!

By

Published : Nov 3, 2020, 9:48 PM IST

মালদা, ৩ নভেম্বর : প্রেমে প্রত্যাখান হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বছর 22 এর এক যুবক । ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের শিক্ষকপল্লি এলাকায় । মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ ৷

মৃত ওই যুবকের নাম হরিচাঁদ টিকাদার । তাঁর বাবা বিমল টিকাদার দিনমজুরের কাজ করেন । পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে হরিচাঁদ খাবার খেয়ে ঘুমোতে যান । আজ সকালে অনেক দেরি হলেও ঘর থেকে বেরোননি তিনি । পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পরেও ঘর থেকে কোনও শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা । ঘরে ঢুকে হরিচাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে । গাজোল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে ৷

মৃতের খুডতুতো ভাই সন্তোষ টিকাদার জানান, তাঁর ভাইয়ের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল । বেশিরভাগ সময়ই ওই মেয়েটির সঙ্গে ফোনে কথা বলতেন হরিচাঁদ । আজ দেহ উদ্ধারের সময়ও তাঁর ভাইয়ের কানে হেডফোন লাগানো ছিল বলে জানান সন্তোষ । তাঁদের অনুমান প্রেমের সম্পর্কে ফাটল ধরার কারণেই হয়ত এই ঘটনা ঘটিয়েছে হরিচাঁদ । ঘটনায় অস্বাভাবিক মৃত্য়ুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details