মালদা, 4 ফেব্রুয়ারি : বাবার দোকানের সামনে বসেই খেলছিল একরত্তি ৷ কাজে ব্যস্ত বাবার নজর এড়িয়ে পৌঁছে যায় আটতলা বিশিষ্ট হাসপাতালের বর্হিবিভাগের ছ'তলায় ৷ তারপর যা ঘটল তা মর্মান্তিক ৷ সিঁড়ির রেলিং বেয়ে নামার চেষ্টা করলে পিছলে যায় ৷ তিনতলায় আছড়ে পড়ে ছোট্ট শরীরটা ৷ ছুটে এসেছিলেন হাসপাতালের কর্মীরা ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ আট বছরের ওই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ মালদা মেডিক্যাল কলেজের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায় (8 year old boy died after falling down stairs of malda medical college hospital) ৷
আজ সকালে মালদা মেডিক্যালের বর্হিবিভাগে এই দুর্ঘটনা ঘটে ৷ ছ'তলা থেকে পড়ে মৃত্যু হয় হর্ষিত সিং নামে আট বছরের এই শিশুর ৷ তার বাবা বলবীর সিং মেডিক্যাল চত্বরেই ঝালমুড়ি বিক্রি করেন ৷ বাড়ি বিহারের কাটিহারে হলেও কাজের সূত্রে মালদার বুড়াবুড়িতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন । জানা গিয়েছে, ছোট থেকেই মৃগী রোগে আক্রান্ত হর্ষিত ৷ তাই পরিবারের লোকেরা সবসময় চোখে চোখে রাখতেন ৷ আজ সকালে সে বাবার সঙ্গে দোকানে আসার বায়না শুরু করে ৷ বাধ্য হয়েই নিয়ে এসেছিলেন বলবীর সিং ৷ সেটাই কাল হল ৷ ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা বললেন, "সবসময় চোখে চোখে রাখতাম ৷ দোকানে ভিড় থাকায় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম ৷ সেই সুযোগে ছেলে হাসপাতালের বর্হিবিভাগে ঢুকে পড়ে ৷"
খবর পেয়ে তড়িঘড়ি আসেন মালদা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার । ছিলেন অন্যান্য আধিকারিকরাও । ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ । হর্ষিতকে মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । এই দুর্ঘটনার পর টনক নড়েছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের ৷ আজই আটতলা বিশিষ্ট আউটডোরের খোলা সিঁড়ি জাল দিয়ে ঘেরার পাশাপাশি সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।