মালদা, 27 জুলাই: বাংলাদেশে পাচারের আগে প্রচুর গোরু উদ্ধার করল BSF ৷ গতকাল রাতে কালিয়াচক 3 ব্লকের শোভাপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক সীমান্তবর্তী এলাকা থেকে মোট 76টি গোরু উদ্ধার করা হয়েছে৷ তবে পাচারকারীদের ধরতে পারেননি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা৷
ভেলায় ভাসিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা, উদ্ধার 76 গোরু - cow
গতকাল রাতে কালিয়াচক 3 ব্লকের শোভাপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক সীমান্তবর্তী এলাকা থেকে মোট 76টি গোরু উদ্ধার করা হয়েছে৷ তবে পাচারকারীদের ধরতে পারেননি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা৷
আজ এক প্রেস বিবৃতিতে BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের DIG'র পক্ষ থেকে রবি রঞ্জন জানান, গতকাল রাতে সীমান্ত রক্ষী বাহিনীর 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা কালিয়াচক 3 ব্লকের শোভাপুর সীমান্তে কিছু পাচারকারীকে দেখতে পান ৷ তারা গঙ্গায় ভাসিয়ে বাংলাদেশে গোরু পাচারের চেষ্টা করছিল৷ জওয়ানরা স্পিডবোট নিয়ে পাচারকারীদের তাড়া করলে তারা সাঁতরে পালায় ।
তিনি আরও জানান, গঙ্গা থেকে জওয়ানরা 23টি গোরু উদ্ধার করেন ৷ এদিকে নদীতে ভাসিয়ে দেওয়ার আগে উদ্ধার করা হয় আরও 12টি গোরু ৷ গতকাল রাতে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও নদিয়া জেলাতেও বাংলাদেশে পাচারের আগে মোট 41টি গোরু উদ্ধার হয় । গোরুগুলির বাজারমূল্য 4 লাখ 60 হাজার 228 টাকা ৷ তবে কোথাও পাচারকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি ৷