মালদা, 8 এপ্রিল : মালদার রতুয়া থানার বাণীকান্তটোলা গ্রামে আগুনের গ্রাসে তিন পরিযায়ী শ্রমিকের পরিবার ৷ কর্মসূত্রে ভিনরাজ্যের ওই শ্রমিকরা দিল্লিতে থাকলেও আগুনের লেলিহান শিখার কবলে সর্বস্বান্ত তাদের পরিবারের ৷ বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শ্রমিক পরিবারের 7টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে (7 houses burnt to ashes as fire breaks out in Maldah)। আগুনের গ্রাস থেকে কিছুই বাঁচানো সম্ভব হয়নি ৷ জানা গিয়েছে, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। শুক্রবার দুপুর পর্যন্ত দুর্গত পরিবারগুলির কাছে সরকারি ত্রাণ না-পৌঁছলেও ত্রাণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার ৷
বাণীকান্তটোলার বেশিরভাগ বাসিন্দাই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। সম্প্রতি এই গ্রামের ইন্দ্রজিৎ মণ্ডল, তাঁর ছেলে কার্তিক, দুই ভাই কৃষ্ণ এবং মদন দিল্লিতে গিয়েছেন কর্মসূত্রে। গতকাল রাতে একই ভিটেয় থাকা তিন ভাইয়ের সাতটি ঘর আগুনের কবলে পড়ে ৷ ইন্দ্রজিৎ মণ্ডলের স্ত্রী রদনি মণ্ডল জানান, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা ৷ চিৎকার শুনে বাইরে বেরিয়ে দেখেন আগুন জ্বলছে। কোনওরকমে গোয়ালঘর থেকে দু'টো বলদকে বাইরে বের করা গিয়েছে ৷ ঘর থেকে আর কিছু উদ্ধার করা সম্ভব হয়নি ৷