মালদা, 26 অগাস্ট : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার দু'জন বাংলাদেশি ও চারজন ভারতীয় গোরু পাচারকারী ৷ উদ্ধার 4 টি গোরুও ৷ ধৃতদের নাম সইফুদ্দিন শেখ (45), হাজিকুল শেখ (22), আলিনজের শেখ (21), তন্ময় মণ্ডল (18), মহম্মদ মোকিন (18) ও মহম্মদ মোমিন (23) ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয় ৷
ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার 6 পাচারকারী
BSF -এর 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গতরাতে শোভাপুর BPO-তে টহল দেওয়ার সময় কয়েকজন দুষ্কৃতীকে গোরু পাচারের চেষ্টা করতে দেখেন ৷ তাদের ধাওয়া করে BSF জওয়ানরা 4 টি গোরু ও 4 টি মোবাইল সহ 6 পাচারকারীকে গ্রেপ্তার করে ৷
গতরাতে BSF -এর 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা শোভাপুর BPO-তে টহল দেওয়ার সময় কিছু দুষ্কৃতীদের গোরু পাচারের চেষ্টা করতে দেখেন ৷ তাদের ধাওয়া করে BSF জওয়ানরা 4 টি গোরু ও 4 টি মোবাইল সহ 6 পাচারকারীকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের মধ্যে সইফুদ্দিন, হাজিকুল, আলিনজ ও তন্ময় বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর ও শবদলপুরের বাসিন্দা ৷ মহম্মদ মোকিম বাংলাদেশের ডাঙ্কি পাড়া ও মহম্মদ মোমিন চাপাইনবাবগঞ্জের বাসিন্দা ৷ পাচারকারীদের বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বর্ডার সীমান্তরক্ষী বাহিনী ৷
বৈষ্ণবনগর থানার পুলিশ সূত্রে খবর , ধৃতদের বিরুদ্ধে IPC 379/411/413 /414/188/34 ও 14F ধারায় মামলা রুজু করে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয় । আদালত সূত্রে জানা গেছে , বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।