পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় 588 বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত, ধৃত 1

মালদায় দু'টি ঘটনায় মোট 588 বোতল কাফ সিরাপসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল BSF । উদ্ধার হওয়া কাফ সিরাপ ও ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

Aa
Aa

By

Published : Sep 18, 2020, 8:40 PM IST

মালদা, 18 সেপ্টেম্বর: একই দিনে দু'বার কাফ সিরাপ পাচারের চেষ্টা রুখে দিল BSF । মোট 588 বোতল কাফ সিরাপসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল BSF। উদ্ধার হওয়া কাফ সিরাপ ও ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে দেওয়া হয়েছে ।

BSF -এর 24 নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাত 12টা নাগাদ চরিঅনন্তপুর BOP-তে কর্মরত জওয়ানরা 8-10 জন ভারতীয়কে কাফ সিরাপের বস্তাসহ কাঁটাতারের দিকে এগোতে দেখে । জওয়ানদের আসতে দেখে পাচারকারীরা পালানোর চেষ্টা করে । তাদের তাড়া করে 100 বোতল কাফ সিরাপসহ এক পাচারকারীকে ধরে ফেলে জওয়ানরা । ধৃত পাচারকারীর নাম টোটোন শেখ, বাড়ি কালিয়াচকের মহবতপুরে । উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য 16 হাজার 900 টাকা । জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানায়, সে এই কারবারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত । উদ্ধার হওয়া কাফ সিরাপকালিয়াচকের মহমতপুরের বাসিন্দা রোহন শেখের থেকে নিয়ে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের সুমন শেখের কাছে পৌঁছে দেওয়া তার কাজ ছিল ।

অন্যদিকে, ভোর সাড়ে তিনটে নাগাদ শুকদেবপুরে BOP-র কর্মরত জওয়ানরা 173 বোতল কাফ সিরাপ উদ্ধার করে । যার আনুমানিক বাজারমূল্য 29 হাজার 356 টাকা । তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি । পাশাপাশি বর্ডার এলাকার বিভিন্ন গোপন ডেরায় হানা দিয়ে BSF জওয়ানরা আরও 315 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে । উদ্ধার হওয়া মোট 588 বোতল কাফ সিরাপ ও ধৃত ব্যক্তিকে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

BSF -এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চলতি বছরে সাউথ বেঙ্গল ফন্ট্রিয়ারের জওয়ানরা মোট 2 লাখ 13 হাজার 724 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে । BSF-এর জিরো স্মাগলিং কর্মসূচিতে জওয়ান নিজেদের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করছে ।

দুদিন আগে কাফ সিরাপ পাচারচক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল বিউরো । ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশ থেকে কাফ সিরাপ বাংলাদেশ পাচারের সমস্ত ছক কষত বলে দাবি করেছেন NCB-র আইনজীবী । সেই ঘটনার 72 ঘণ্টা পেরোনোর আগেই একই দিনে দুই এলাকা দিয়ে কাফ সিরাপ পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা ।

ABOUT THE AUTHOR

...view details