মালদা, 12 জুন : লোকসভা ভোটের পর BJP-তে যোগ দেওয়ার প্রভাব বেড়েছে । গতকাল সেই চিত্র দেখা গেল মালদার মালতিপুরে । মালতিপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন দল থেকে প্রায় 500 জন BJP-তে যোগদান করেন । BJP-র বক্তব্য, যোগদানকারীদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের ।
মালদায় BJP-তে যোগদান 500 জনের - Minority communities
গতকাল বিকেলে BJP-র মালদা সদর দপ্তরে এই দলবদল অনুষ্ঠান আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন BJP-র জেলা সম্পাদক সঞ্জিত মিশ্র, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু । সেখানেই BJP-তে যোগ দেন 500 জন ।
গতকাল বিকেলে BJP-র মালদা সদর দপ্তরে এই দলবদল অনুষ্ঠান আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন BJP-র জেলা সম্পাদক সঞ্জিত মিশ্র, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু সহ স্থানীয় BJP নেতৃত্ব । তাঁরা অন্য দল থেকে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন । সঞ্জিতবাবু বলেন, "মালতিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিভিন্ন দলের প্রায় 500 কর্মী সমর্থক দলে যোগ দিয়েছেন ৷ এদের বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ৷ 3 জন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিও আমাদের দলে যোগ দিয়েছেন ৷ তাঁরা CPI দলের নির্বাচিত সদস্য ৷ এই দলবদলের সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছেন BJP-র মণ্ডল সভানেত্রী মীরা বিবি ৷"