পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Murder Case: ইংরেজবাজারে শ্বশুরবাড়ির সদস্যদের হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী 5 বছরের শিশু - মালদায় হত্যা

মালদায় স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের কোপানোর ঘটনায় প্রত্যক্ষদর্শী এক শিশু ৷ অভিযুক্ত তথা মৃত টুবাই মণ্ডলের 5 বছরের মেয়ে পুরো ঘটনা নিজের চোখে দেখেছিল ৷ তবে, ঘটনার পর থেকেই সে আতঙ্কে রয়েছে ৷

Malda Murder Case ETV BHARAT
Malda Murder Case ETV BHARAT

By

Published : Apr 30, 2023, 8:55 PM IST

ইংরেজবাজারে হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী 5 বছরের শিশু

মালদা, 30 এপ্রিল: স্ত্রী-সহ শ্বশুরবাড়ির তিন সদস্যকে কুড়ুল দিয়ে কোপানোর ঘটনায় 18 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ মালদার ইংরেজবাজারের কমলাবাড়ি বাধাপুকুর এলাকার ঘটনায় এখনও থমথমে এলাকার পরিবেশ ৷ বাড়িতে কখনও পুলিশ, কখনও সংবাদমাধ্যম, আবার কখনও পরিজনদের আনাগোনা ৷ আর এসবের মধ্যে এখনও আতঙ্কে পাঁচ বছরের প্রিয়াঙ্কা ৷ গতকাল বাবার নৃশংস রূপ দেখেছে সে ৷ সেই আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি ছোট্ট শিশুটি ৷ তবে, এই ঘটনার জন্য পুলিশকেই দায়ী করেছেন প্রতিবেশী এবং পরিবারের লোকজন ৷

গতকাল রাত 8টা নাগাদ দুই বন্ধুর সঙ্গে বাইকে করে শ্বশুরবাড়িতে আসেন টুবাই মণ্ডল ৷ এরপর বাড়িতে ঢুকে ভিতর থেকে তালা মেরে দেন টুবাই ৷ সেই সময় বাড়িতে ছিলেন টুবাইয়ের স্ত্রী নির্মলা মণ্ডল, নির্মলাদেবীর ভাইয়ের স্ত্রী দীপ্তি এবং তাঁর দিদির মেয়ে লক্ষ্মী ৷ টুবাই স্ত্রী নির্মলাকে কুড়ুল দিয়ে কোপ মারে বলে অভিযোগ ৷ আর তাঁকে আটকাতে গিয়ে দিপ্তী এবং লক্ষ্মীর মৃত্যু হয় ৷ জানা গিয়েছে দীপ্তি 6 মাসের গর্ভবতী ছিলেন ৷ নির্মলা মণ্ডল বর্তমানে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ৷ ঘটনার সময় পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে টুবাই মণ্ডলেরও ৷

আর এই পুরো ঘটনার সাক্ষী 5 বছরের ছোট্ট প্রিয়াঙ্কা মণ্ডল ৷ প্রিয়াঙ্কা মৃত টুবাই এবং নির্মলার মেয়ে ৷ বাবার এই নৃশংস হত্যালীলা সে খাটের তলা থেকে লুকিয়ে দেখেছে ৷ যে ঘটনার পর থেকে আতঙ্কিত একরত্তি ৷ কোনও কথা বলছে না সে ৷ এই ঘটনায় পুলিশকেই দায়ী করেছেন স্থানীয়রা ৷ প্রতিবেশী উত্তম সিংহ জানিয়েছেন, গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ টুবাই সেখানে যান ৷ ঘরে ঢুকেই দরজায় তালা মেরে দেন তিনি ৷ সেই সময় বাড়িতে সবাই টিভি দেখছিল ৷ তিনি অভিযোগ করেছেন, ভিতরে ঢুকেই কুড়ুল দিয়ে কোপ মারতে শুরু করেন টুবাই মণ্ডল ৷

টুবাইয়ের সঙ্গে যাঁরা এসেছিলেন, চিৎকার শুনে তাঁরা বাইক নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ ৷ উত্তম সিংহের অভিযোগ, এর আগেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল। এফআইআর করা হয়েছিল পুলিশে ৷ অভিযোগ সেই সময় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ তখন পঞ্চায়েত প্রধানকে নিয়ে এসে নির্মলাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল টুবাই ৷ কিন্তু, তার পরেও মারধর করে নির্মলাদেবীর পা ভেঙে দেন তিনি ৷ তখন থেকে তিন মাস ধরে ভাইয়ের বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছিলেন নির্মলা ৷

আরও পড়ুন:স্ত্রী'কে কুড়ুলের কোপ স্বামীর! বাঁচানোর চেষ্টায় প্রাণ গেল দুইয়ের; পালাতে গিয়ে মৃত্যু অভিযুক্তেরও

এই ঘটনায় নির্মলাদেবীর বোন বিমলা মণ্ডল বলেন, “আমাদের বাড়ির লাগোয়া ভাই মিঠুনের বাড়ি ৷ প্রতিদিন আমি ও আমার মেয়ে ভাইয়ের বাড়িতে টিভি দেখতে যেতাম ৷ গত তিনমাস ধরে বোন এখানেই ছিল ৷ গতকাল আমি ছোটো ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ৷ আমার ভাইয়ের বউ, আমার মেয়ে, আমার বোন ও বোনের মেয়ে চারজন বাড়িতে ছিল ৷ গতকাল আমি টিভি দেখতে গেলে আমাকেও মেরে ফেলত ৷”

ABOUT THE AUTHOR

...view details