মালদা, 1 অগাস্ট : গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দুটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজ সহ পাঁচ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ৷ ধৃতদের আজ জেলা আদালতে তোলা হবে ৷
কালিয়াচকে গ্রেপ্তার 5 আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী - police arrests five arm traders
মালদায় দুটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজ সহ পাঁচ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃতদের নাম সলমান শেখ (২৩), সাদ্দাম শেখ (২৩), মাসিদুর রহমান নবাব (২৩), সফিকুল শেখ (২৩) ও সেন্টু শেখ (২৪) ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় আইনের 25(1)(a)/29/35 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে সলমান শেখের বাড়িতে থানা দিয়ে পাঁচজন আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের নাম সলমান শেখ (২৩), সাদ্দাম শেখ (২৩), মাসিদুর রহমান নবাব (২৩), সফিকুল শেখ (২৩) ও সেন্টু শেখ (২৪) ৷ ধৃতদের হেপাজত থেকে একটি ৭.৬৫ এমএমের অত্যাধুনিক পিস্তল, ৭.৬৫ এমএমের সাতটি তাজা কার্তুজ, একটি পাইপগান ও ৮ এমএমের সাত রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 25(1)(a)/29/35 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হবে ৷