মালদা, 17 এপ্রিল: করোনার দ্বিতীয় ঢেউয়ে একদিনে রেকর্ড সংক্রমণ হল মালদা জেলায় ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন 433 জন ৷ এখনও পর্যন্ত করোনার এই সেকেন্ড ওয়েভে মৃত্যু হয়েছে ১৯ জনের ৷ নির্বাচনের আগে জেলার করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রশাসন ৷ শনিবার জেলাশাসকের সঙ্গে দেখা করে করোনা রোগীদের জন্য নার্সিংহোম অধিগ্রহণ ও সেফ হাউস চালু করার অনুরোধ করেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ৷
গত 24 ঘণ্টায় করোনায় মালদায় নতুন করে সংক্রামিত 433 - 433 tested positive for corona in malda in last 24 hours
করোনার দ্বিতীয় ঢেউয়ে গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন 433 জন মালদাবাসী ৷ এখনও পর্যন্ত করোনার এই সেকেন্ড ওয়েভে মৃত্যু হয়েছে ১৯ জনের ৷ এই পরিস্থিতিতে 150টি শয্যা বিশিষ্ট মালদা মেডিকেলের ট্রমা কেয়ার সেন্টারের কোভিড ইউনিটে শয্যা সংখ্যা বাড়ানোর আবেদন জানানো হয়েছে উপরমহলে ৷ পাশাপাশি জেলাশাসকের কাছে প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর তরফেও যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে ৷
মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, করোনার দ্বিতীয় হামলায় জেলায় মোট 2831 জন সংক্রামিত হয়েছেন ৷ গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক সংক্রমণ ধরা পড়েছে ৷ এখনও পর্যন্ত করোনায় সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে মোট 19 জনের ৷ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, মালদা মেডিকেলে এখনও পর্যন্ত 102 জন করোনায় সংক্রামিত হয়ে ভর্তি রয়েছেন ৷ তাঁদের মধ্যে 27 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের মধ্যে পাঁচজনকে সিসিইউতে রাখা হয়েছে ৷ মালদা মেডিকেলের ট্রমা কেয়ার সেন্টারের কোভিড ইউনিটে আপাতত 150টি শয্যা রয়েছে ৷ শয্যা সংখ্যা বাড়ানোর জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা আসেনি ৷ করোনা ইউনিটে অক্সিজেনের যাতে কোনও অভাব না হয়, তার জন্য নতুন অক্সিজেন ট্যাংক তৈরি করা হচ্ছে ৷ ওই ট্যাংক থেকে সরাসরি করোনা ইউনিটে অক্সিজেন সরবরাহ করা হবে ৷ আগামী কয়েকদিনের মধ্যে এই ব্যবস্থা চালু হয়ে যাবে ৷
জেলার করোনা পরিস্থিতি নিয়ে এদিন জেলাশাসকের সঙ্গে কথা বলতে যান প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ৷ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করোনা রোগীদের কয়েকটি নার্সিংহোম অধিগ্রহণের পাশাপাশি সেফ হাউস চালু করার আবেদন জানিয়েছেন কৃষ্ণেন্দুবাবু ৷