মালদা, 3 এপ্রিল: ফের শিশুকন্যা ধর্ষণের অভিযোগ মালদায় (Malda girl raped)। এবার মানিকচকে । চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে (girl raped by minor)। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 27 মার্চ দুপুরে মানিকচকে (Malda news) শিশুকন্যাটি খেলছিল । অভিযোগ, সেই সময় এলাকার এক নাবালক (17) জোর করে ওই শিশুটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে । এরপর সেখানেই ওই শিশুকে ফেলে রেখে পালিয়ে যায় সে ।
আরও পড়ুন:Student Tortured in Hostel : উস্তির হস্টেলে অমানবিক নির্যাতনের শিকার 14 বছরের ছাত্র
বেশ কিছু সময় পর পরিবারের লোকজন মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন । পরে বাড়ি থেকে সামান্য দূরে একটি ফাঁকা জায়গায় ওই শিশুকে দেখতে পান তার মা । তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনা মাকে জানায় ওই শিশু ।
বাড়িতে স্বামী (ভিনরাজ্যে কর্মরত) না থাকায় লোকলজ্জায় প্রথমে কাউকে কিছু জানাননি নির্যাতিতা শিশুর মা । অবশেষে আজ প্রতিবেশী মহিলাদের সাহায্যে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।
আরও পড়ুন:Matia Rape Case : পাঁচদিন পর মাটিয়া ধর্ষণ-কাণ্ডে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের, উঠছে প্রশ্ন
মানিকচক থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আজই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্তের পাশাপাশি নির্যাতিতা শিশুর শারীরিক পরীক্ষার প্রক্রিয়াও শুরু করা হয়েছে ।