মালদা, 25 অগস্ট:জংলি মাশরুম খেয়ে অসুস্থ হলেন একই পরিবারের চার সদস্য(4 members of a family hospitalised after eating poisonous mushrooms)। ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের সালাইডাঙা গ্রাম পঞ্চায়েতের নিমডাঙা গ্রামে(malda gazole news)। চারজনই বর্তমানে গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । বর্ষাকালে গ্রামাঞ্চলের যেখানে সেখানে গজিয়ে ওঠা মাশরুম যাতে কেউ না খান, তার জন্য মানুষকে আবেদন জানান ওই হাসপাতালের চিকিৎসকরা ।
মাশরুম খেয়ে বিষক্রিয়ায়(poisonous mushrooms)আক্রান্তদের নাম সুনিরাম টুডু, মাইনো বাস্কে, রবি টুডু ও মেরি মুর্মু । এর মধ্যে সুনিরাম পরিবারের গৃহকর্তা । বৃহস্পতিবার সকালে তাঁরা সবাই রান্না করা মাশরুম দিয়ে ভাত খান । এরপর ছেলে রবিকে নিয়ে মাঠে কাজে চলে যান মাইনো । বাড়িতে শ্বশুর আর পুত্রবধূ ছিলেন ।
মালদার গাজোলে বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ একই পরিবারের চার আরও পড়ুন :মাশরুম চাষের প্রশিক্ষণ মালদা কলেজে
এই বিষয়ে মেরি বলেন, "আমরা আগেও অনেকবার এই রকম মাশরুমের তরকারি খেয়েছি । কিন্তু কখনও কিছু হয়নি । বুধবার দুপুরে জঙ্গল থেকে এই মাশরুমগুলো নিয়ে এসেছিলাম । এরপর বৃহস্পতিবার সকালে রান্না করার সময় দেখি, তাতে কালো দাগ হয়েছে । তবুও ভালো করে ধুয়ে সেগুলো রান্না করে খেয়ে ফেলি । এর কিছুক্ষণ পর থেকেই আমরা সকলে অসুস্থ বোধ করি ৷ বমি হতে থাকে ৷ খানিক পর জমি থেকে স্বামী আর শাশুড়িও অসুস্থ অবস্থায় ফিরে আসে । কেউ আমরা হাঁটতে পারছিলাম না । তাই দেরি না করে গাজোল গ্রামীণ হাসপাতালে চলে আসি । সম্ভবত মাশরুমগুলো খারাপ হয়ে গিয়েছিল । তবে এরপর আর ওসব খাব না ।"
গাজোল গ্রামীণ হাসপাতালের কর্মরত চিকিৎসক আসিফ সরকার জানান, গ্রামগঞ্জে এদিক ওদিক গজিয়ে ওঠা সব মাশরুম খাওয়ার যোগ্য নয় । সেসবের বেশিরভাগই বিষাক্ত । যেসব মাশরুম খাওয়া হয়, সেগুলি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হয় । বিষাক্ত মাশরুম খেয়ে আজ চারজন অসুস্থ অবস্থায় এই হাসপাতালে আসে । এর মধ্যে একজনকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে । আমরা সবাইকে আবেদন জানাচ্ছি, যেখানে সেখানে গজিয়ে ওঠা মাশরুম যেন কেউ না খান । তাতে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ।
আরও পড়ুন :মাশরুম দিয়ে আচার পাঁপড় তৈরি করে স্বনির্ভর চোপড়ার মহিলারা