মালদা, 9 জুলাই : বাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার ও আফিম সহ নগদ 10 লাখ টাকা । কালিয়াচকের নারায়ণপুরের ঘটনা । 4 মাদক কারবারি গ্রেপ্তার । ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে । বিচারক সাত দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার SI পবন দাস ও সিরাজুদ্দিন সরকারের নেতৃত্বে আজ সকাল 11 টা নাগাদ নারায়ণপুরে পুলিশের একটি দল হানা দেয় । তথ্য অনুযায়ী হারমুজ শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । উদ্ধার হয় 268 গ্রাম ব্রাউন সুগার, 512 গ্রাম আফিম ও নগদ 10 লাখ 12 হাজার 500 টাকা ।