পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident : স্ত্রী-পুত্রকে নিয়ে ফেরা হল না বাড়ি, মালদায় দুর্ঘটনায় মৃত 4 - horrific road accident in Malda

মৃত চারজনের মধ্যে এক দম্পতি ও তাঁদের সন্তান রয়েছে ৷ শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও পুত্রকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক সরকারি কর্মী ৷

4 die in a road accident in malda
মালদায় পথ দুর্ঘটনায় মৃত 4

By

Published : Aug 15, 2021, 3:51 PM IST

Updated : Aug 15, 2021, 4:36 PM IST

মালদা, 15 অগস্ট : পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে একটি এসইউভি গাড়ির ধাক্কা ৷ দুর্ঘটনায় মৃত চার । মৃতদের মধ্যে রয়েছে এক শিশুপুত্র ও এক মহিলা । দুর্ঘটনাটি গাজোল থানার মশালদিঘি এলাকার 12 নম্বর জাতীয় সড়কে ঘটেছে ।

গাজোল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংস্কারের কাজের জন্য আজ 12 নম্বর জাতীয় সড়কের একটি লেন বন্ধ ছিল । ফলে একটি লেন দিয়েই যানবাহন চলাচল করছিল । মশালদিঘি এলাকার আহোড়া গ্রামের কাছে রায়গঞ্জের দিক থেকে মালদার দিয়ে যাওয়া একটি এসইউভি এবং মালদা থেকে রায়গঞ্জমুখী একটি পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় এসইউভির চালক সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিশ । স্থানীয় মানুষজন ও পুলিশকর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন । কিন্তু মাঝপথেই মৃত্যু হয় তাঁর।

মালদায় পথ দুর্ঘটনায় মৃত 4

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসইউভি গাড়িটি আবগারি দফতরের । তাঁর চালকের নাম জানা গিয়েছে । তিনি গোপাল ঘোষ (30)। বাড়ি পুরাতন মালদা পৌরসভার মির্জাপুর এলাকায় । তিনি আবগারি দফতরের কর্মী ৷ মৃত মহিলা তাঁর স্ত্রী ৷ নাম স্বপ্না ঘোষ ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের পুত্রের ৷ তবে বাকি এক মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷

এই সংক্রান্ত খবর : মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত 4

পুলিশ জানিয়েছে, উত্তর দিনাজপুরের কানকিতে গোপালবাবুর শ্বশুরবাড়ি । সেখানেই স্ত্রী-পুত্র ছিল । আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি দফতর বন্ধ থাকায় তিনি ওই গাড়িতে করে স্ত্রী-পুত্রকে বাড়ি ফিরিয়ে আনছিলেন । সেইসময় ঘটে দুর্ঘটনা ৷

স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের জন্যই এখানে সব দুর্ঘটনা ঘটছে । এরা হঠাৎ করে লেন বন্ধ করে দেয় । আজও সেই কারণে দুর্ঘটনা ঘটেছে । আমিনুর বিশ্বাস নামে এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেন, “ ছোট গাড়ির চালক বুঝতে পারেননি একটি লেন বন্ধ রয়েছে । ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ।”

Last Updated : Aug 15, 2021, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details