মালদা, 15 অগস্ট : পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে একটি এসইউভি গাড়ির ধাক্কা ৷ দুর্ঘটনায় মৃত চার । মৃতদের মধ্যে রয়েছে এক শিশুপুত্র ও এক মহিলা । দুর্ঘটনাটি গাজোল থানার মশালদিঘি এলাকার 12 নম্বর জাতীয় সড়কে ঘটেছে ।
গাজোল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংস্কারের কাজের জন্য আজ 12 নম্বর জাতীয় সড়কের একটি লেন বন্ধ ছিল । ফলে একটি লেন দিয়েই যানবাহন চলাচল করছিল । মশালদিঘি এলাকার আহোড়া গ্রামের কাছে রায়গঞ্জের দিক থেকে মালদার দিয়ে যাওয়া একটি এসইউভি এবং মালদা থেকে রায়গঞ্জমুখী একটি পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় এসইউভির চালক সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিশ । স্থানীয় মানুষজন ও পুলিশকর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন । কিন্তু মাঝপথেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসইউভি গাড়িটি আবগারি দফতরের । তাঁর চালকের নাম জানা গিয়েছে । তিনি গোপাল ঘোষ (30)। বাড়ি পুরাতন মালদা পৌরসভার মির্জাপুর এলাকায় । তিনি আবগারি দফতরের কর্মী ৷ মৃত মহিলা তাঁর স্ত্রী ৷ নাম স্বপ্না ঘোষ ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের পুত্রের ৷ তবে বাকি এক মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷