পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় নতুন করে আক্রান্ত 34

একদিনে 34 জন কোরোনায় আক্রান্ত । জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1931 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের ।

34 new covid positive cases are found in malda
34 new covid positive cases are found in malda

By

Published : Jul 26, 2020, 10:34 PM IST

মালদা, 26 জুলাই : 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 34 জন । মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1931 । কোরোনায় মৃত্যু হয়েছে 9 জনের । মালদা মেডিকেল সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে 434 টি লালারসের নমুনার পরীক্ষা করা হয় ৷ তারমধ্যে 67 টি লালারসের নমুনায় কোরোনার হদিস মিলেছে ৷

সংক্রমিতদের মধ্যে রয়েছে মালদা জেলার 34 জন ও দক্ষিণ দিনাজপুরের 33 জন ৷ এখনও ভাইরোলজি বিভাগে 239 জনের লালারসের নমুনার পরীক্ষার কাজ চলছে ৷ নতুন করে সংক্রমিতদের মধ্যে 10 জন মালদা শহরের বাসিন্দা । ইংরেজবাজার ব্লকের 3 জন, চাঁচল 2 ব্লকের 6 জন, চাঁচল 1 ব্লকের 2 জন, রতুয়া 2 ব্লকের 2 জন, রতুয়া 1 ব্লকের 1 জন, হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের 3 জন, মানিকচক ব্লকের 2 জন, পুরাতন মালদা ব্লকের 1 জন, কালিয়াচক 1 ব্লকের 2 জন ও কালিয়াচক 2 ব্লকের 1 জন সংক্রমিত হয়েছে । বাকি 1 জন সংক্রিতের বাড়ির ঠিকানার খোঁজ করছে জেলা প্রশাসন ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মালদা মেডিকেলে এখনও পর্যন্ত তিন জেলার মোট 45,568 টি লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে ৷ তারমধ্যে 3,028 টি লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷

এদিকে, দিনের পর দিন জেলায় কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তিত জেলা প্রশাসন ৷ সংক্রমণ রুখতে সপ্তাহে দুদিন কড়া লকডাউন জারি করা হলেও সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না ৷ গতকালকের লকডাউনের পর আজ মালদা শহরের রাস্তায় ফের ভিড় লক্ষ্য করা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details