মালদা, 27 সেপ্টেম্বর:হরিশ্চন্দ্রপুর 2-নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় হঠাৎ একটি পাথর বোঝাই লরিটির সামনে চলে আসেন এক মহিলা ৷ তাঁকে বাঁচাতে গিয়ে লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ লরিটি রাস্তার ধারে একটি বাড়ির সামনে থাকা গাছের উপর উলটে যায় (Malda Road Accident) ৷ যার জেরে শিশু-সহ মৃত একই পরিবারের 3 জন ৷ আহত হয়েছেন আরও 2 জন ৷ তাঁদের মালদা মেডিক্যালে (Malda Medical) পাঠানো হয়েছে ৷
মৃতদের নাম আরতি মণ্ডল (45), লক্ষ্মী মণ্ডল (25) ও লুসি মণ্ডল (5)৷ গুরুতর আহত হয়েছেন নির্মলা মণ্ডল ও এক বছরের প্রিয়াংশু মণ্ডল (3 People Died Including A Child) ৷ তাঁদের প্রত্যেককে প্রথমে স্থানীয় ভালুকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে সংকটজনক অবস্থায় আহত 2 জনকে মালদা মেডিক্যালে রেফার করা হয়েছে ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান হরিশ্চন্দ্রপুর থানার আইসি ও ভালুকা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঝোটন প্রসাদ ৷ পরে ঘটনাস্থলে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি ৷
আরও পড়ুন:পুজো ভ্রমণে বেরিয়ে তাজমহলের পথে দুর্ঘটনার কবলে এ রাজ্যের বাস, মৃত 1