পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিক আপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ, মৃত 3

গাজোলের কদমপুর সংলগ্ন এলাকায় পিক আপ ভ্যানের সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরবাইক চালক সহ এক আরোহীর ৷ অন্য আরোহীকে তড়িঘড়ি গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন ৷ ঘাতক পিক আপ ভ্যানটিকে আটক করে চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে গাজোল থানার পুলিশ ৷

পিক আপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 3
পিক আপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 3

By

Published : May 5, 2021, 8:31 AM IST

গাজোল, 5 মে : পিক আপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন বাইক আরোহীর ৷ গতকাল দুর্ঘটনাটি ঘটেছে গাজোলের কদমপুর সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়কে ৷ মৃত বাইক আরোহীরা হলেন গেদু বর্মণ (25), কার্তিক বর্মণ (45) ও তান্ত্রিক বেসরা (32) ৷ ঘাতক পিক আপ ভ্যানটিকে আটক করে চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে গাজোল থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ গাজোলের কদমপুর সংলগ্ন এলাকায় পিক আপ ভ্যানের সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরবাইক চালক সহ এক আরোহীর ৷ অন্য আরোহীকে তড়িঘড়ি গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন ৷

মৃত কার্তিক বর্মণ ও গেদু বর্মণ সম্পর্কে কাকা-ভাইপো ৷ তাঁরা গাজোলের সাকরোলের বাসিন্দা ৷ আর তান্ত্রিক বেসরা গাজোলের বাবুপুরের বাসিন্দা ৷ ঘটনার পর মৃতদেহ তুলতে দেরি হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা ৷ পরে পুলিশ এসে স্থানীয়দের বিক্ষোভ থামিয়ে মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ৷

গাজোল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বুধবার তিনটি দেহই ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হবে ৷ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করা হয়েছে ৷ তবে ঘটনার পর থেকে পিক আপ ভ্যানের চালক পলাতক ৷ ওই চালকের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে ৷

আরও পড়ুন :তারকেশ্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত আরও 1, আহত 10

ABOUT THE AUTHOR

...view details