মালদা, 21 সেপ্টেম্বর : 72 ঘণ্টা কাটতে না কাটতে মালদায় ফের উদ্ধার হল ফেনসিডিল ৷ গতরাতে মালদার কালিয়াচক এলাকার মোজমপুর গ্রাম পঞ্চায়েতের বালুগ্রামে অভিযান চালায় পুলিশ ৷ উদ্ধার করা হয় 24 হাজার 600 বোতল ফেনসিডিল ৷
গতরাতে কালিয়াচক থানার পুলিশ বালুগ্রামে অভিযান চালায় ৷ শেখবর শেখের ভাড়া বাড়িতে তল্লাশি চালায় তারা ৷ সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনিসিডিলের বোতল ৷ ঘটনার পর থেকেই পলাতক শেখবর ৷