মালদা, 2 জুন: জেলার গর্ভবতীদের মধ্যে 26 শতাংশ কিশোরী । এমনই তথ্য উঠে এসেছে স্বাস্থ্য দফতরের নথিপত্রে । যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর । কিশোরীদের গর্ভবতী হওয়ার হার কমাতে শুক্রবার একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে (Maximun Pregnant Women are Tenneage) ।
এই কর্মসূচিতে উপস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক বলেন, “দেখা যাচ্ছে, জেলার গর্ভবতীদের মধ্যে 26 শতাংশ কিশোরী । সরকারি হাসপাতালগুলির লেবাররুমের সাম্প্রতিক তথ্য অনুযায়ী হাসপাতালে গর্ভবতীদের মধ্যে 26 শতাংশই 13 থেকে 19 বছরের মধ্যে । জেলার এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক ও হতাশাজনক। এই পরিসংখ্যান কমাতে জেলা জুড়ে সচেতনতা শিবির আয়োজন করতে হবে । জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি ব্লকে টিম তৈরি করে স্কুলগুলিতে সচেতনতা শিবির করা হবে। পাশাপাশি আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে ঘরে ঘরে সচেতন করার চেষ্টা করা হবে।”