পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের নদী চুরি চাঁচলে, বালি বোঝাই ট্র্যাক্টর আটক মহকুমাশাসকের - মালদায় বালি বোঝাই ট্রাক আটক

মহানন্দার বুক থেকে বেআইনিভাবে বালি তুলে নিচ্ছে মাফিয়ারা ৷ আজ শুক্রবার মাধবপুর ঘাট থেকে বালি তোলা হবে বলে খবর আসে ৷ সেই অনুযায়ী আজ দুপুরে ব্লক ভূমি ও ভূমি আধিকারিককে নিয়ে বেরিয়ে পড়েন মহকুমাশাসক সঞ্জয় পাল ৷

বালি বোঝাই ট্র্যাক্টর আটক মহকুমা শাসকের
বালি বোঝাই ট্র্যাক্টর আটক মহকুমা শাসকের

By

Published : Jun 11, 2021, 6:55 PM IST

মালদা, 11 জুন : ফের নদী চুরি ৷ এবারও ঘটনাস্থল মালদার চাঁচল ৷ মহানন্দা নদীর বুক থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল ৷ খবর পেয়ে অভিযান চালিয়ে বালি বোঝাই দুটি ট্র্যাক্টর আটক করলেন খোদ মহকুমাশাসক ৷ আজ দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মালদা-উত্তর দিনাজপুর সীমান্তের আশাপুরের মাধবপুর গ্রামে ৷ সেখানেই ব্রিজের নীচ থেকে তোলা হচ্ছে নদীর বালি ৷ এর আগে মরা মহানন্দার গতিরোধ করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন চাঁচলবাসী ৷ স্থানীয়দের আন্দোলনে সেই নির্মাণ কাজ বন্ধ করেছে প্রশাসন ৷

পাশাপাশি অভিযোগ উঠেছে, মহানন্দার বুক থেকে বেআইনিভাবে বালি তুলে নিচ্ছে মাফিয়ারা ৷ আজ শুক্রবার মাধবপুর ঘাট থেকে বালি তোলা হবে বলে খবর আসে ৷ সেই অনুযায়ী আজ দুপুরে ব্লক ভূমি ও ভূমি আধিকারিককে নিয়ে বেরিয়ে পড়েন মহকুমাশাসক সঞ্জয় পাল ৷ মাধবপুর ঘাট থেকে তখন বালি বোঝাই দুটি ট্র্যাক্টর রাস্তায় উঠেছিল ৷ দু‘টি গাড়ি থামিয়ে চালকদের কাছে নথিপত্র দেখতে চান ৷ কিন্তু তাঁরা তা দেখাতে পারেনি ৷ পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, "আজ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে নিয়ে আশাপুর সেতুতে আসি ৷ সেই সময় আমরা নথিপত্রবিহীন বালি বোঝাই দুটি ট্র্যাক্টর আটক করি ৷ তারা নদী থেকেই এই বালি তুলেছিল ৷ দুটি ট্র্যাক্টর ও সেগুলির চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ এদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে ৷ এছাড়াও রাস্তায় কিছু বালি মজুত করে রাখা আছে ৷ সেটাও সরিয়ে দেওয়া হচ্ছে ৷"

বালি বোঝাই ট্র্যাক্টর আটক মহকুমা শাসকের

ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুজন হালদার বলেন, "এই এলাকায় মহানন্দা থেকে বালি তোলার অনুমতি রয়েছে তিনজনের ৷ নদী থেকে বেআইনিভাবে বালি তোলার বিরুদ্ধে আমাদের বছরভর অভিযান চলে ৷ আজ মহকুমাশাসক দু‘টি বালি বোঝাই ট্র্যাক্টর আটক করেছেন ৷ এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পড়ুন : শিক্ষক ও চিকিৎসকদের উদ্যোগে সেফ হোম কুলটির নিষিদ্ধ পল্লিতে

মহানন্দার নদীর পাড়ে দোকান স্থানীয় নাজিমুল হকের ৷ তিনি বলেন, "বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কাজ চলছে ৷ যার যখন প্রয়োজন, নদী থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে ৷ অনেকে আবার সেই বালি বিক্রিও করছে ৷ তবে কারা সেই কাজ করে যাচ্ছে তা বলতে পারব না ৷" ধৃত এক ট্র্যাক্টর চালক মহিবুল আলি বলেন, "আজই প্রথম বালি নিতে এসেছি ৷ বাপন দাস এই বালি বিক্রি করে ৷ নদীর বুকেই বালি ঢিবি করা থাকে ৷ আমরা সেই বালি কিনে আশাপুর বাজারে বিক্রি করি ৷ এর বেশি কিছু জানি না ৷"

ABOUT THE AUTHOR

...view details