পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

143 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার 2 - arrested

গতরাতে কালিয়াচকের দাড়িপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে দু'জনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । তাদের কাছ থেকে 143 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে ।

হেরোইন

By

Published : May 20, 2019, 10:02 PM IST

মালদা, 20 মে : দু'জনকে 143 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের নাম মোতিবুল শেখ (47) ও কাবাতুল্লা শেখ (22) । জানা গেছে, ধৃত দু'জন ব্যক্তি হেরোইন বিক্রেতা । বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে ।

গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে কালিয়াচকের দাড়িপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ । এরপর দু'জনকে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের । জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পেলে তল্লাশি চালায় পুলিশ । এরপরই ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় কাগজে মোড়া 143 গ্রাম হেরোইন ।

পুলিশ জানায়, ধৃতদের 5 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ জেলা আদাতলে তোলা হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details