পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় কোরোনায় আক্রান্ত আরও 17 - coronavirus news

মালদায় নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 17 জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হল 349।

malda
malda

By

Published : Jun 18, 2020, 6:45 PM IST

Updated : Jun 18, 2020, 9:43 PM IST

মালদা, 18 জুন : মালদায় নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 17 জন । জেলা স্বাস্থ্যবিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 349 ।

গত রাত পর্যন্ত মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে 859টি সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । তার মধ্যে 17টি নমুনা কোরোনা পজ়িটিভ । তবে সংক্রমিতদের মধ্যে জেলার দুই শহরের কোনও বাসিন্দা নেই বলে স্বাস্থ্যবিভাগের তরফে জানানো হয়েছে ।

কোরোনা সংক্রমিত 17 জনের মধ্যে চাঁচল 1 এবং কালিয়াচক 1 ব্লকের চারজন করে আক্রান্ত হয়েছেন । ইংরেজবাজার ও মানিকচক ব্লকের দুইজন করে বাসিন্দা আক্রান্ত হয়েছেন । হরিশ্চন্দ্রপুর 2, রতুয়া , রতুয়া 1, কালিয়াচক 3 ও গাজোল ব্লকের একজন করে বাসিন্দা কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত জেলায় কোরোনা সংক্রমিতের সংখ্যা হল 349।

মালদা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, গতকাল হাসপাতালের ভাইরলজি বিভাগে 859টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও 235টি নমুনার পরীক্ষার কাজ চলছে ৷ গতরাত আটটা পর্যন্ত নতুন নমুনা এসেছে 840টি ৷ এখনও পর্যন্ত সেখানে 28হাজার 242টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ অবশ্য এই নমুনাগুলির মধ্যে মালদা ছাড়াও দুই দিনাজপুরে সংগৃহীত নমুনাও রয়েছে ৷ মেডিকেলের ভাইরোলজি বিভাগে মোট 554টি নমুনা কোরোনা পজ়িটিভ পাওয়া গিয়েছে ৷ এই মুহূর্তে মেডিকেলে কোনও নমুনা অপরীক্ষিত অবস্থায় নেই।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী বলেন, “এতদিন কোরোনা আক্রান্তদের কোনও উপসর্গ না থাকলেও গত কয়েকদিন ধরে উপসর্গযুক্ত রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে ৷ গতকাল যে 17 জন সংক্রমিতের সন্ধান মিলেছে, তাঁদের মধ্যেও কয়েকজন উপসর্গযুক্ত ৷ এই রোগীদের তৎক্ষণাৎ COVID - 19 হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বাকিদের পরিস্থিতি বুঝে সংশ্লিষ্ট এলাকার আইসোলেশন সেন্টার কিংবা হাসপাতালে ভরতি করা হবে ৷ তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও ভয়ের কিছু নেই ৷ উপযুক্ত চিকিৎসায় 50 শতাংশের বেশি রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ আমরা সবাইকে সতর্ক থাকতে বলছি ৷ খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন নেই ৷ রাস্তায় সবাই মাস্ক ব্যবহার করুন । তার সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর হাত ধোয়া কিংবা হাত স্যানিটাইজ় করা খুব জরুরি ৷ হাত জীবাণুমুক্ত না করে মুখে, নাকে কিংবা চোখে হাত দেবেন না। "

Last Updated : Jun 18, 2020, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details