পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

14 হাজার ইয়াবা ট্যাবলেট সহ মালদায় ধৃত 2 - মালদায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বৈষ্ণবনগরের PTS মোড়ে একটি ছোটো গাড়ি আটক করে পুলিশ৷ সেই গাড়িতে তল্লাশি চালিয়ে 7টি প্যাকেট থেকে উদ্ধার হয় 14 হাজার ইয়াবা ট্যাবলেট৷

Malda 14 thousand Yaba tablets recovered
বৈষ্ণবনগরের

By

Published : Apr 11, 2020, 9:39 PM IST

Updated : Apr 11, 2020, 10:04 PM IST

মালদা, 11 এপ্রিল: লকডাউনেও সক্রিয় মাদক পাচার চক্র৷ আজ ভোরে 14 হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ৷

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন৷ লকডাউন বজায় রাখতে তৎপর পুলিশ প্রশাসন৷ সেই সুযোগ কাজে লাগিয়ে মাদক দ্রব্য পাচারে মেতেছে কারবারিরা৷ আজ সকালে বৈষ্ণবনগরের PTS মোড়ে নম্বর প্লেট বিহীন একটি ছোটো গাড়িকে আটক করে পুলিশ। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে 7টি প্যাকেট থেকে উদ্ধার হয় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট৷ গ্রেপ্তার করা হয় দুই যুবককে ৷ ধৃতদের নাম দিবাকর কুণ্ডু ও নীরেন রায়৷ এরা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়৷ পুলিশ জানায়, ধৃতরা মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে দক্ষিণ দিনাজপুরের হিলিতে ওই ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছিল৷

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "বৈষ্ণবনগরের PTS মোড়ে নাকা চেকিংয়ের সময় ওই গাড়িটিকে আটক করা হয়৷ ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে৷ পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷"

Last Updated : Apr 11, 2020, 10:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details