মালদায় একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ মালদা, 25 মার্চ: বোর্ডের পরীক্ষা চলাকালীন আত্মঘাতী একাদশ শ্রেণির এক ছাত্রী ! গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনিতে ৷ কী কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে ? তার কোনও কারণ বুঝতে পারছেন না বলে পুলিশকে জানিয়েছেন পরিবারের সদস্যরা ৷ মৃত ছাত্রীর নাম পায়েল সাহা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷ একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে (11th Class Girl Hanging Body Recovers) ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷
17 বছরের পায়েল সাহার একাদশ শ্রেণির পরীক্ষা চলছিল ৷ পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনির বাসিন্দা পায়েল ৷ তাঁর বাবা অরূপ সাহা পেশায় ব্যবসায়ী ৷ মা সুমনা সাহা গৃহবধূ ৷ তাঁদের এক ছেলে ও মেয়ে ৷ পায়েল বড় ৷ সে মালদা শহরের চিন্তামনি চমৎকার বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পড়ত ৷ পড়াশোনায় ভালো বলে এলাকায় তার সুনামও রয়েছে ৷ এখন তাদের বোর্ডের পরীক্ষা চলছে ৷ পরিবারের সদস্য ও স্থানীয়দের বক্তব্য, পায়েল পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত ৷ এমনকী মোবাইল ফোনও ব্যবহার করত না সে ৷ কোনও প্রেমের সম্পর্ক ছিল না বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা ৷ তবে, তার কোনও পরীক্ষা খারাপ হয়েছিল কিনা, তা অবশ্য জানা যায়নি ৷
পায়েলের ঠাকুরদা অখিল সাহা জানিয়েছেন, গতকাল রাত ন’টা নাগাদ দোকান থেকে ফিরে নাতনির সঙ্গে কথা বলেছিলেন ৷ ও খেয়েছে কিনা জিজ্ঞাসা করেন ৷ তারপর পায়েল নিজের ঘরে পড়তে চলে যায় পরীক্ষা চলছে বলে ৷ তাঁর পুত্রবধূ নিজের ঘরে বসে টিভি দেখছিলেন ৷ তিনিও নিজের ঘরে চলে গিয়েছিলেন ৷ ঘণ্টাখানেক পর পায়েলকে ডাকতে গেলে দেখা যায়, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ৷ অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত দরজা ভাঙা হয় ৷
আরও পড়ুন:পুরাতন মালদায় 10 বছরের বালিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
ভিতরে ঢুকে তাঁরা দেখেন পায়েল ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে ৷ কী কারণে সে এই সিদ্ধান্ত নিল, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন অখিল সাহা ৷ পায়েল একটি সুইসাইড নোটও লিখেছে বলে জানা গিয়েছে ৷ সেখানে জানিয়েছে, সে নিজের ইচ্ছেয় আত্মঘাতী হয়েছে ৷ এতে বাড়ির লোকের কোনও দোষ নেই ৷ পরিবারের লোকজনই পায়েলকে উদ্ধার করে স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ মালদা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনার প্রাথমিক তদন্তে কোনও প্রেমের যোগ পুলিশের নজরে আসেনি ৷ ফলে পায়েলের আত্মহত্যার কারণ নিয়ে তদন্তকারীদের মধ্যেও ধোঁয়াশা তৈরি হয়েছে ৷