মালদা, 29 জুলাই : খুঁজে পাওয়া গেল 11 জন অপহৃত তৃণমূল সদস্যকে ৷ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েত থেকে তুলে নিয়ে যাওয়া 11 জন তৃণমূলের সদস্যকে শেষ পর্যন্ত উদ্ধার করল পুলিশ । বিহারের কাটিহার নিয়ে যাওয়ার পথে তাঁদের উদ্ধার করা হয়েছে । এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে ।
20টি আসনবিশিষ্ট দৌলতনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, প্রধান নজিবুর রহমান । তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনেন দলের 12 জন পঞ্চায়েত সদস্য । এর আগে তাঁরা প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব পেশ করলেও তা খারিজ হয়ে যায় । এরপর এ নিয়ে আদালতের দ্বারস্থ হন প্রধান বিরোধী পঞ্চায়েত সদস্যরা । শেষে আদালতের নির্দেশে অনাস্থা প্রক্রিয়া শুরু করেন বিডিও । মঙ্গলবার সেই অনাস্থাপত্রের স্বাক্ষর ভেরিফিকেশনের দিন ছিল । কিন্তু তার আগে নাটকীয়ভাবে বিডিও অফিস থেকে 12 জন সদস্যকে অপহরণ করার অভিযোগ ওঠে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী জুবেদা বিবির স্বামী, স্থানীয় যুব তৃণমূল নেতা আসরাফুল হক ও তাঁর দলবলের বিরুদ্ধে ।