তিন জেলার প্রশাসনিক ব্যবস্থা তুঙ্গে মালদা, 3 মে:আজই তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মালদায় পা রাখছেন ৷ মুর্শিদাবাদের সাগরদিঘি উপ-নির্বাচনে শোচনীয় পরাজয়ের প্রভাব যাতে পঞ্চায়েত ভোটে গঙ্গানদীর উলটোদিকের জেলায় না-পড়ে, প্রাণপণে তার চেষ্টা চালাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর উপস্থিতিতে রাতেই মালদা পৌঁছচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷
বিভিন্ন দফতরের শীর্ষস্থানীয় আধিকারিকরাও মমতার সঙ্গে আসছেন। জেলায় প্রায় 100 কোটি টাকার প্রকল্প ঘোষণার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ আগামিকাল কলেজ অডিটোরিয়ামে মালদা ও দুই দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷ সম্ভবত পঞ্চায়েত ভোটের মুখে গৌড়বঙ্গের তিন জেলায় এটাই তাঁর শেষ প্রশাসনিক সভা ৷
গ্রামীণ ভোটে নিজেদের আধিপত্য বজায় রাখতে আগামিকালের সভায় তিন জেলার যাবতীয় উন্নয়নমূলক কাজের খতিয়ান যে তিনি খুঁটিয়ে দেখবেন, তা মোটামুটি পরিষ্কার ৷ ফলে তিন জেলার প্রশাসনিক কর্তারাই রাতের ঘুম উড়েছে ৷ বৃহস্পতিবার তাঁদের পরীক্ষা ৷ গত 31 জানুয়ারি গাজোল কলেজ ময়দানে শেষ প্রশাসনিক সভা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সভা থেকে কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছিলেন তিনি ৷ একাধিক সামাজিক উন্নয়নমূলক সহায়তাও তিনি সেদিন বিলি করেন ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরুদের নাম উচ্চারণে বিভ্রান্তি তাঁকে বিড়ম্বনায় ফেলেছিল ৷ এই বিষয়টিকে হাতিয়ার করে আক্রমণ শানান বিরোধী নেতা-নেত্রীরা।
জেলা প্রশাসন সূত্রে খবর, আগামিকালের প্রশাসনিক বৈঠকে গাজোলের সভা থেকে ঘোষিত প্রকল্পগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিতে পারেন মুখ্যমন্ত্রী ৷ সেই সম্ভাবনা প্রবল ৷ ভোটের মুখে মালদা জেলায় বেশ কয়েকটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন ৷ এই প্রকল্পগুলির মোট বরাদ্দ 100 কোটি টাকার বেশি ৷ একইসঙ্গে কাজ শেষ হয়ে যাওয়া কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি ৷ তিন জেলায় দুয়ারে সরকার কর্মসূচি কীভাবে হয়েছে, মানুষের কতটা সাড়া পাওয়া গিয়েছে, মানুষকে কী কী সরকারি সহায়তা দেওয়া হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে চাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর ৷
আরও পড়ুন:অভিষেকের কর্মসূচি চলাকালীন মালদায় মমতা, কী কী করবেন মুখ্যমন্ত্রী ?
এছাড়াও তিন জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি খোঁজ নিতে পারেন ৷ সেক্ষেত্রে কালিয়াগঞ্জ ইস্যুতে উত্তর দিনাজপুরের পুলিশকর্তারা তাঁর প্রশ্নের মুখে পড়তে পারেন ৷ তবে এই দফায় দলীয় কোনও কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা কম মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সী ফোনে ইটিভি ভারতকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এই সফরে দলীয় কোনও কর্মসূচিতে অংশ নিচ্ছেন না ৷ তবে কোচবিহার থেকে শুরু হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যেভাবে মানুষের ঢল নামছে, তাতে তিনি কোনও এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে পারেন ৷ নির্বাচনের আগে তিনি আবারও জেলায় আসবেন ৷ জনসভা করবেন ৷ এই সফরে তিনি কোনও দলীয় কর্মসূচি করবেন বলে তাঁদের কাছে খবর নেই ৷