মালদা, 8 জানুয়ারি : দীর্ঘদিন ধরে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করছিল প্রতিবেশী ৷ প্রতিবাদ করায় প্রতিবেশী ধারালো অস্ত্র নিয়ে হামলা করে । ঘটনায় আহত হয় 2 । আজ সকালে চাঁচলের খবরা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । প্রাথমিক চিকিৎসার পর ওই যুবক থানায় প্রতিবেশীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছে ।
28 বছরের রবিউল হক ঘটনায় আহত হন । পাশের বাড়ি কামালের । তার বাড়িতে বিদ্যুৎ নেই । বিগত 2-3 বছর ধরে ওরা বিদ্যুত চুরি করে ঘরে ব্যবহার করছে । এনিয়ে বহুবার ঝামেলা হয়েছে । সালিশি সভাও বসানো হয়েছে । কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি ।
আরও পড়ুন : পটলের জমি থেকে কৃষকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য চাঁচলে
অভিযোগ, রবিউল সাহেবের প্রতিবেশী কামাল হোসেন বিদ্যুৎ চুরি করে বাড়িতে ব্যবহার করছিল । ঘটনার প্রতিবাদ করাতে প্রতিবেশী কামাল ও তার ছেলে রাজা হাঁসুয়া নিয়ে চড়াও হয় ।
রবিউল বলেন, "কামাল আমার ঘরের বিদ্যুত চুরি করে নিজের বাড়ির সমস্ত কাজে ব্যবহার করেন । শুধু তাই নয়, জল তুলে বাড়ির সামনে ফেলে । তাতে রাস্তা কাদাময় হয়ে থাকে । তারই প্রতিবাদ করি । সেই সময় কামাল ও তার ছেলে আমার উপর হাঁসুয়া নিয়ে চড়াও হয় । আমার ডান হাতে হাঁসুয়ার কোপ লেগেছে । আমার ভাইঝিও আহত হয়েছে ।"