মালদা, 15 নভেম্বর : আতসবাজি পোড়াতে গিয়ে মৃত্যু হল সাত বছরের এক নাবালিকার । আজ সকালে মালদা মেডিকেলে তার মৃত্যু হয় । মৃতার নাম জয়ন্তী রবিদাস । কালিয়াচকের কদমতলি গ্রাম পঞ্চায়েতের জালালপুর এলাকার ঘটনা ।
পরিবার সূত্রে জানা যায়, গতরাতে বাড়ির ছাদে ওই নাবালিকা একাই বাজি পোড়াচ্ছিল । দুর্ঘটনাবশত বাজি পোড়াতে গিয়ে পোশাকে আগুন ধরে যায় । চিৎকার শুনে পরিবারের সদস্যরা আসে । পোশাকে লাগা আগুন নিভিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাকে মালদা মেডিকেলে রেফার করে দেন । আজ সকালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যায় ।