পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত 1 - বৈষ্ণবনগর

পাইপগান ও কার্তুজ সহ এক যুবককে মঙ্গলবার গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ ধৃত যুবককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

মালদায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত 1
মালদায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত 1

By

Published : Apr 6, 2021, 12:02 PM IST

বৈষ্ণবনগর , ৬ এপ্রিল : আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়াল মালদায়। পাইপগান ও কার্তুজ সহ পুলিশের জালে এক যুবক ।

সোমবার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল ভোররাতে আঠারো মাইল টোলপ্লাজা এলাকায় হানা দেয়। ওই এলাকায় সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশকর্মীরা। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালায় পুলিশ ৷ তখনই ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ ।

তৎক্ষণাৎ গ্রেফতার করা হয় ওই যুবককে । বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে , ধৃত যুবকের নাম শেখ জিয়াদুল (১৯)। বাড়ি বৈষ্ণবনগরের কালিনগর এলাকায়। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । ধৃত যুবককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন :সাতগাছিয়ার 102 নং বুথকে মডেল ঘোষণা নির্বাচন কমিশনের

ABOUT THE AUTHOR

...view details