মালদা, 11 সেপ্টেম্বর : প্রতিদিনই দেশের কোনও না কোনও জায়গায় ATM লুটের খবর পাওয়া যাচ্ছে ৷ এই চক্রই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের ৷ এনিয়ে গোটা দেশেই তদন্ত চালাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি ৷ অবশেষে গতকাল মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই চক্রের এক পান্ডাকে ৷ খবর পেয়ে রতুয়া 1 ব্লকের বাহারাল এলাকা থেকে ওই চক্রীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতকে 14 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷ আদালত সূত্রে জানা গেছে, ধৃতকে 12 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক ৷
দেশজুড়ে নেটওয়ার্ক, ATM লুট চক্রের পান্ডা গ্রেপ্তার মালদায় - ATM লুটের মূল চক্রী ধৃত
ATM লুটের এক পান্ডা গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ ৷ মালদা জেলা আদালতের বিচারক ধৃতকে 12 দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷
সম্প্রতি মালদা জেলার বিভিন্ন জায়গায় ATM লুটের ঘটনা ঘটেছে ৷ 19 অগাস্ট কালিয়াচক থানার সুজাপুরে 34 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ATM লুট করে প্রায় 6 লাখ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা ৷ জাতীয় সড়কের ধারে এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় ৷ ঘটনাস্থানে ছুটে যান খোদ পুলিশ সুপার অলোক রাজোরিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার ৷ অতিরিক্ত পুলিশ সুপারকেই এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ৷ তিনি কালিয়াচক থানার IC আশিস দাসের নেতৃত্বে একটি দল গঠন করে তদন্তে নামেন ৷ সেই তদন্তেই জানা যায়, এই চক্রের অন্যতম এক পান্ডা মালদায় আত্মগোপন করে রয়েছে ৷ তার নাম ধরমবীর শর্মা ৷ বাড়ি উত্তরপ্রদেশের কোশিকালান থানার লর্ড কৃষ্ণ কলোনি এলাকায় ৷ পুলিশ জানতে পারে, শুধু মালদা নয়, গোটা দেশেই ধরমবীরের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে ৷ এরপরেই বুধবার রাতে সংশ্লিষ্ট এলাকায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷
আশিস দাস বলেন, “ খবর পেয়ে রতুয়ার বাহারাল এলাকা থেকে ধরমবীর শর্মা নামে ATM লুট চক্রের পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ সেখানে এক পরিচিতের বাড়িতে আস্তানা গেড়েছিল সে ৷ তার হেপাজত থেকে একটি হোন্ডা সিটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ওই গাড়িতে চেপেই 17 অগাস্ট সে মালদায় এসেছিল ৷ তার সঙ্গে আরও 3 সঙ্গী উত্তরপ্রদেশ থেকে এখানে এসেছে ৷ তবে এখনও পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি ৷ তাদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে ৷”