মালদা, ২ মার্চ : নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ উদ্ধার মালদায় ৷ অত্যাধুনিক পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ উত্তর দিনাজপুরের এক যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷ অভিযুক্তের নাম আজিদ আলি। বয়স ১৯ বছর ।
আগ্নেয়াস্ত্র-সহ তাজা কার্তুজ উদ্ধার মালদায়, গ্রেফতার ১
নির্বাচনের আগে ফের অস্ত্র উদ্ধার মালদায়। পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার ১।
আরও পড়ুন- গাজোলে বিজেপির সভায় যোগীর হাত ধরে মালদার বিরোধী শিবিরে বড় ভাঙনের জল্পনা
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতরাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল কালিয়াচক ২ গ্রাম পঞ্চায়েতের ঘড়িয়ালিচক এলাকায় হানা দেয়৷ তথ্য অনুযায়ী এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পাইপগান ও ৮ এমএমের দুই রাউন্ড তাজা কার্তুজ৷ গ্রেফতার করা হয় আজিদ আলি (১৯) নামে ওই যুবককে৷ ধৃত যুবক উত্তর দিনাজপুরের ইটাহারের মানাইনগরের বাসিন্দা৷ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদের জন্য ধৃত যুবককে পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷